চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত -১১ই মার্চ:– সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সি পি আই এম প্রার্থী পৃথা তা-র সমর্থনে মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন সি পি আই এম পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, রাজ্য কমিটির সদস্য অমল হালদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরীর,পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য তাপস সরকার এবং অপূর্ব চট্টোপাধ্যায়। বর্ধমান শহর-১ ও ২ এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম এবং তরুণ রায়, প্রার্থী পৃথা তা। বর্ধমান শহরের ছাত্র, যুব, মহিলা এবং শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।
মেমারি ২ এরিয়া কমিটির সাতগাছিয়া বাজারে ছাত্র- যুবের উদ্যোগে পেট্রোল, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও নির্বাচনে জোট প্রার্থী দের জয়যুক্ত করার ডাকে এক পথসভা হয়। এরপর সংযুক্ত মোর্চার বামফ্রন্টের প্রার্থী সনৎ ব্যানার্জিকে নিয়ে মিছিল হয়।
বর্ধমান উত্তর বিধান সভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টেন প্রার্থী কমরেড চন্ডী চরণ লেটের নির্বাচনী প্রচার হলো আজ বর্ধমান সদর ১ এরিয়ার কৃষ্ণপুর -দুর্গাডাঙ্গা – বাগানপাড়ায়। মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে।
আজ গলসী২ এরিয়ার গলসী বাজারে সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী কমঃ নন্দলাল পণ্ডিতকে নিয়ে মিছি্ল হয়।
আজ বিকাল ৪ টায় গুসকরা পূর্ব ও গুসকরা পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে সংযুক্ত মোর্চার সমর্থিত বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী কমরেড চঞ্চল মাঝিকে নিয়ে গুসকরা শহরে রোড শো করা হয়।
কালনা বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সি পি আই(এম) প্রার্থী নীরব খাঁ র সমর্থনে প্রার্থীকে নিয়ে নির্বাচনী প্রচার অনুষ্ঠিত হয় কালনা চকবাজারে।