চিন্তন নিউজ:১লা অক্টোবর:- সংবাদদাতা দেবী দাস— কোভিড১৯ প্রায় ছয় মাস অতিক্রান্ত লকডাউন।এই অবস্থায় রুজিরোজগার মানুষদের অবস্থা শোচনীয় অনেক মানুষের কাজ চলে গেছে সরকারের কোনো ভূমিকা নেই। কোনো আর্থিক সাহায্য পাইনি। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে হাজরা ল কলেজের পাশে প্রান্তিক ২৫০জন মানুষকে নতুন জামা কাপড় বিতরণ করা হল।
সংবাদদাতা: কাকলি চ্যাটার্জী:- মানবতার শত্রু, অসভ্য, বর্বর প্রশাসনিক প্রধান যোগীরাজের রাজ্যে চলছে জঙ্গলের রাজত্ব। গতকালের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আজ বলরামপুরে! ধারাবাহিকভাবে ঘটে চলা ধর্ষণের কোনো বিচার হয় না, ধর্ষণকারীর কোনো সাজা সয় না, মিথ্যা মামলায় হেনস্থা করা হয় দলিত, গরীব ধর্ষিতার পরিবারকে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন টালীগঞ্জ ২ আঞ্চলিক কমিটি হাথরসের নির্যাতিতার বিচারের দাবিতে নারকেলবাগান এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও যোগীজ আদিত্যনাথের কুশপুত্তলিকা পোড়ানোর মাধ্যমে তাদের ক্ষোভ উগরে দেয় উত্তরপ্রদেশের প্রশাসনের বিরুদ্ধে।
