জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ, সংবাদ দাতা—কৃষ্ণা সরকার :- ২০ ফেব্রুয়ারি ২০২৩, ছাত্র, যুব বর্ধমান শহর ১ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে , কার্জনগেট চত্বরে আনিস খানের শহীদ দিবস পালিত হয় এবং সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন এস এফ আই র সম্পাদক দিব্যেন্দু নন্দী ডি ওয়াই এফ আই ১ আঞ্চলিক কমিটির সম্পাদক সোহম ঘোষ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আঞ্চলিক কমিটির নেতৃত্ব তন্ময় দত্ত।

ডি,ওয়াই, এফ,আই,এর নেতৃত্বে কাটোয়ার মন্ডল হাট এলাকায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ছোট বড় সকলেই বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন।

গন্তারে সরকারের জনবিরোধী বাজেটের প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত হয় ।সভায় বক্তব‍্য রাখেন পার্টি নেতা সনৎ ব‍্যানার্জী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।