চিন্তন নিউজ, সোনালী দত্ত দাঁ,২৩/৪/২৩ – গতকাল ২২ এপ্রিল রেড ভলেন্টিয়ার দিবস উপলক্ষ্যে কালনা রেড ভলেন্টিয়ার শহর কমিটির উদ্যোগে শ্রমজীবী মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় ১৬ নং ওয়ার্ড ঘোষপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।
সি পি আই ( এম) কালনা শহর এরিয়া কমিটির দপ্তরে মহামতি লেনিনের ১৫৪ জন্মদিন শ্রদ্ধার সাথে পালিত হয়।
২৩ এপ্রিল, আজ আন্তর্জাতিক পুস্তক দিবস কালনায় পূর্ণ চন্দ্র পাল পাঠকেন্দ্রে, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও গণ নাট্য সংঘ,কালনা শাখার উদ্যোগে মর্য্যাদার সঙ্গে পালিত হল।