জেলা

শিলিগুড়িতে ডিওয়াইএফ‌আই এর বিক্ষোভ


চিন্তন নিউজ:২৫শে নভেম্বর:– সংবাদদাতা গোপাল পাল শিলিগুড়ি ২৫/১১/২০২১ আজ ডিওয়াইএফ‌আই ডাবগ্রাম দক্ষিণ লোকাল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি ৩৭ নং ওয়াইড ঘোগমালি বাজারে সাবনে সন্ধা ৬ থেকে বিক্ষোভ করা হয়। লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান গতকাল এস‌এসসি তে নিয়োগে লাগামহীন দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদে রাজ্য জুড়ে আমাদের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এস‌এসসি দপ্তরে শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলো হঠাৎ করে সেই মিছিলে রাজ্যসরকারের মেরুদণ্ড হিন পুলিশ ছাএ যুবদের উপর লাঠিচার্জ করে রাজ্য নেতৃত্ব সহ প্রায় ১০০ জন ছাত্র যুব কমরেডকে এরেস্ট করেছিলেন কিন্তুু পরবর্তী সময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের মধ্যে একজন কমরেডের আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে। আজ আমরা এই বিক্ষোভ প্রতিবাদ করছি অবিলম্বে এস‌এসসি তে স্বচ্ছ নিয়োগ করতে হবে এস‌এসসি নিয়ে কোনো তোলাবাজি আমরা মানবো না রাজ্য সরকার পুলিশ দিয়ে ছাত্র যুবদের যে ভাবে লাঠিচার্জ করছে তা বন্ধ করতে হবে এস‌এসসি তে নিয়োগের নামে সমস্ত রকম তোলাবাজি বন্ধ করতে হবে।গোপাল পাল আরো জানান আমাদের দাবি না মানা হলে আমরা আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।আজকের এই বিক্ষোভ কর্মসুচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফ‌আই ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল লোকাল সভাপতি কৃষ্ণ চন্দ রায় সহ যুব নেতা শঙ্কর সাহা ,বিপ্লব দও , মনোরঞ্জন সরকার ও অন্যান্য লোকাল কমিটির সদস্য।

সংবাদদাতা দীপঙ্কর সমাদ্দার জানিয়েছেন– কলকাতায় এসএসসি দপ্তর অভিযানে ছাত্র ও যুবদের পুলিশের বর্বোচিত আক্রমণ ও গ্রেপ্তার এর প্রতিবাদে, মূল্যবৃদ্ধির প্রতিবাদে, পৌরসভা ও মহকুমা পরিষদের নির্বাচনের দিন ঘোষণার দাবিতে আজ ভারতের গনতান্ত্রীক যুব ফেডারেশনের বাগডোগরা লোকাল কমিটি ও গোঁসাইপুর লোকাল কমিটি ও ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী তথা সিপিআইএম বাগডোগরা এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আজ বাগডোগরাতে বিক্ষোভ মিছিল, সভা করা হয় এবং পুলিশ মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।