কলমের খোঁচা

হাওড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান


চিন্তন নিউজ-আশিস দেব: ১৪ই মার্চ:– আমাদের বসন্ত সংসারে প্রতিদিন আমরা যে সত্যকে স্বার্থের বিক্ষিপ্ততায় ভুলিয়া থাকি উৎসবের বিশেষ দিনে সেই অখন্ড সত্যকে স্বীকার করিবার দিন- এই জন্য উৎসবের মধ্যে মিলন চাই । একলার উৎসব হইলে চলে না।
“নিখিলে তব কী মহোৎসব ।
বন্দন করে বিশ্ব”
শ্রীসম্পদভূমাস্পদ নির্ভয় স্মরণে।
তাই আনন্দে প্রেমে জীবনের উষ্ণতায় রঙিন হয়ে উঠেছিল এই বসন্ত উৎসব ।

যখন আমাদের চারপাশে বড় বেশি সঙ্কট, অবিশ্বাস ঠিক তখনই আমরা খুঁজে পেতে চেষ্টা করেছি মিলনের যে শক্তি, প্রেমের যে প্রবল সত্যতা, তাঁর পরিচয় খুঁজে পেতে । আনন্দের মধ্যেই জীবন, বসন্তে সেই জীবনের আনন্দকে খুঁজে চলা আমাদের-যৌবনের ঝড় তুলে রাঙা রঙে নীল দিগন্তে আমাদেরই যে রাঙিয়ে তুলতে হবে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।