দেশ বিদেশ রাজ্য

হুগলি জেলা,তথা বাংলা,তথা দেশের গর্ব সাঁতারু ঋজীশ বেরা।


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১৯শে আগস্ট:—আন্তর্জাতিক সাঁতারে সুনাম অর্জন করলো হুগলী জেলার চুঁচুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোপা বেরা এবং সুবীর বেরার সন্তান ঋজীস বেরা। ঋজীশ বেরা হুগলী ব্রাঞ্চ স্কুলের নবম শ্রেণীর ছাত্র।। সাঁতারে দারুন সুনাম অর্জন করেছে এই ছেলেটি।। বয়স মাত্র চৌদ্দ বছর—–বাড়ি মহেশতলাতে।। ঋজীশ , মিশরের রাজধানী কায়রো শহরে ২৮ শে জুলাই থেকে ৪ ঠা আগষ্ট অবধি ছিল ১৬ তম ফিনস সুইমিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ——২০১৯… এই প্রতিযোগিতায় আংশগ্রহনের জন্য বালেওয়াড়ি স্টেডিয়ামে স্বনামধন্য সাঁতারু তপনকুমার পানিগ্রাহীর তত্বাবধানে অনুশীলনে ছিল।। গত ২৬ শে জুলাই তারা কায়রোর পথে যাত্রা শুরু করে।। চলতি বছর এ ১৩ ও ১৪ জুন হরিয়ানায় অনুষ্ঠিত ফিনস সুইমিং চ্যাম্পিয়নশিপে অনুর্ধ ১৭’ বিভাগে অংশগ্রহণ করে এবং ২টি ইভেন্টে ১০০ মিটার ফ্রিস্টাইলে রুপোর পদক এবং ৪০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ পদক জেতেন।। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে এবং কোয়ালিফাই করে সে আন্তর্জাতিক সাঁতারে অংশগ্রহণ করার সুযোগ পায়। কায়রোতে ৪০০ মিটার ফ্রিস্টাইলে অংশগ্রহণ করে সে।। ২০ টি দেশের ৪০ জন প্রতিযোগীর মধ্যে ১৫ তম স্থানে শেষ করে সে।। বিশেষ সংবর্ধনা দেওয়া হয় তাকে।। ১ লা আগস্ট তার ইভেন্ট ছিল—–সেটা শেষ করে বাড়ি ফিরেছে সে।। ঋজীশের বক্তব্য, এরপর শুরু হবে তার আরও একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি। সেটি অনুর্ধ ১৭’ বয়েজ বিভাগ- জাপানে অনুষ্ঠিত এশিয়াড চ্যাম্পিয়নশিপ।

প্রসঙ্গত ঋজীশের সাঁতার জীবন শুরু ২০০৭ সালে ৯ ই মার্চ।। ১২ বছর ধরে চলছে জলের সাথে লড়াই।।এখন বয়স ১৫ বছর ১ মাস। প্রথম সাঁতার শুরু ২ বছর ৯ মাস বয়েসে পিপুলপাতি অগ্রণী ক্লাবে।। সাঁতারে হাতেখড়ি উজ্জ্বল ইন্দুর কাছে।। তারপর শ্রীরামপুর চাতরা ক্লাবে দীর্ঘ ৫ বছর মলয় ব্যানার্জী কাছে প্রশিক্ষন নিয়ে ২০১৪ সালে রাজ্যস্তরের প্রতিযোগিতায় প্রবেশ করে ঋজীশ।২০১৬ সালে চুঁচুড়া সুইমিং পুলে সাঁতার শুরু করে।। এখানকার সাঁতার প্রশিক্ষক নির্মল দত্তের অক্লান্ত পরিশ্রমে লং ইভেন্ট থেকে শুরু করে এবং জেলাস্তরে সাফল্য পেতে শুরু করে এবং রাজ্যস্তরে যায়। পর পর ২০১৭/২০১৮ সালে বয়স ভিত্তিক প্রতিযোগিতায় ১৫০০ মিটার ফ্রিস্টাইল পায়।। অনুষ্ঠিত হয়েছিল বাঁশবেড়িয়া মধুকুন্ডু বিদ্যালয়ের সুইমিং পুলে।। সেই প্রতিযোগিতায় সকলের নজর কাড়ে ঋজীশ।। এই পাঁচটি হলো —-১৫০০ মিটার ফ্রিস্টাইল সোনা—২০০ মিটার আই এম এ সোনা—–৪০০ মিটার ফ্রিস্টাইল এ রুপো —১০০ মিটার আই এম সোনা—-৪০০ মিটার আই এম এ ফ্রিস্টাইল রুপো —++১০০ মিটার ফ্রিস্টাইল এ রুপো জয় করে।। এ বছরেও বয়সভিত্তিক প্রতিযোগিতায় ১ মাসের প্রস্তুতিতে ৪০০ মিটার ফ্রিস্টাইলে রুপোর পদক জয় করে।।। এছাড়া আরও এক প্রতিযোগিতায় অনেক সন্মান পায়।। সর্বস্তরে রাজারহাট সুইমিং পুলে এবং সর্বভারতীয় স্তরের অনুষ্ঠিত হয়েছিল গ্লেনমার্ক দিল্লির তারকোটরা স্টেডিয়ামে।। সেখানেও সে সাফল্য অর্জন করে।। ২০১৮ সালে চূর্ণী নদীতে ৭ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।। বহু প্রতিযোগীর মধ্যে সে সপ্তম স্বান অর্জন করে।। মা গোপা বেরা জানান —–এখন তার লক্ষ সাঁতার প্রশিক্ষক তপন কুমার পানিগ্রাহীর কাছে সুইমিং অনুশীলন করে এবং সেরাটা অর্জন করে।।।আর সেজন্য ঋজীশকে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যেতে হচ্ছে।। গোপা বেরা জানান পানিগ্রাহী স্যারের কাছে অনুশীলন নিয়ে এবং তার গ্রুমিং এ ঋজীশ উন্নততর হচ্ছে ।।।।

 


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।