রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:১লা মার্চ :–আজ ১ লা মার্চ কলকাতায় এসেছেন দিল্লি হিংসার/হত্যাকাণ্ডের নায়ক (!) অমিত শাহ। রাজ্য কমিটির ডাকে রাজ্যের সর্বত্র অমিত শাহ গো ব্যাক স্লোগানে মুখরিত হয়ে কর্মসূচি পালিত হবে।

রামপুরহাটে সকাল ১১ টায় গণআন্দোলনের ডাকে এই কর্মসূচি হয়।।এই কর্মসূচিতে ছাত্র-যুবরাও উল্লেখযোগ্য ভাবে অংশগ্রহণ করে।একই ভাবে মিছিল হয় বোলপুরে। এছাড়াও বীরভূম জেলার শহর,শহরতলি আলোড়িত হ’ল অমিত শাহ্ গো ব্যাক ধ্বনিতে। সাঁইথিয়া, কচুজোড়, নলহাটি, সিউড়ি সমস্ত জায়গা।

