দেশ

সারা দেশজুড়ে অবসরপ্রাপ্ত পেনশনাররা ডেপুটেশনে।


মীরা দাস, চিন্তন নিউজ, ১৭ সেপ্টেম্বর: অল ইন্ডিয়া কো-অর্ডিনেশন কমিটি অফ ই.এস.আই. পেনশনার এসোসিয়েশনের ডাকে নানা দাবিতে সারা দেশব্যাপি অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরা আন্দোলনে সামিল হলেন। সারা দেশ জুড়ে পি এফ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেন তারা।

এই রাজ্যে পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির পক্ষ থেকে বিধাননগরের আ্যডিশনাল সেন্ট্রাল পিএফ কমিশনারের কাছে এবং কলকাতার রিজিওনাল পিএফ কমিশনার ও তার সঙ্গে হাওড়া, বহরমপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দুর্গাপুরের পিএফ কমিশনারের দপ্তরে পেনশনাররা এই ডেপুটেশন দিয়েছেন।

পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির সাধারন সম্পাদক দীপক রায়চৌধুরী জানিয়েছেন কেন্দ্রিয় সরকারের জনস্বার্থবিরোধী নীতির ফলে চুড়ান্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন পেনশনাররা। তারই প্রতিবাদে ১৬ই সেপ্টেম্বরে এই ডেপুটেশন কর্মসুচি পালন করেন অবসর প্রাপ্ত পেনশনভোগীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।