নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৭ সেপ্টেম্বর: আজ একটু আগেই বারাসতের সিবিআইয়ের বিশেষ আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন ফিরিয়ে দিয়েছে। বারাসতের এমপি, এমএলএ বিশেষ আদালত জানিয়েছে রাজীবের আবেদন করা মামলা শোনার এক্তিয়ার নেই তাঁদের।
এর ফলে রাজীব কুমার ফের বারাসত জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। জানা গিয়েছে বেলা ১২টায় সেই মামলা গ্রহণের শুনানি হবে। সিবিআই রাজীব কুমার টানাপোড়েন বেশ কয়েকদিন হল চরমে পৌঁছেছে।
স্ত্রীর অসুস্থতার কারণে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছেন বলে জানিয়েছেন রাজীব কুমার। তবে সিবিআই হাজিরা এড়াতে তিনি এমনটা করছেন বলে তাঁদের মত। কলকাতার প্রাক্তন কমিশনারের অবস্থান জানতেই রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়েছিল সিবিআই।
সূত্রের খবর, গতকাল সিবিআইয়ের দু’জন অফিসার নবান্ন গিয়েছিলেন ডিজির কাছে রাজীব কুমারের ছুটি সংক্রান্ত খোঁজ খবরের জন্য। সেখানে সিবিআই অফিসারদেরকে যথেষ্ট অপদস্থ করা হয় বলে জানা গেছে। প্রশ্ন উঠছে সরকারের তরফে কেন এত অসৌজন্যমূলক আচরণ? কেন এত অসহযোগিতা।
গতকাল শোনা গেছে, মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন, আজ প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের ব্যাপারে আলোচনা করবেন। নিন্দুকেরা বলছে, আজ হঠাৎ কেন মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন? রাজীব কুমার কান্ডের কোনো নয়া সমাধান সূত্র পাওয়ার সম্ভাবনা আছে? সময় উত্তর দেবে, কোনটা ঠিক। এখন রাজ্যের মানুষের চোখ রাজীব কুমার আর সিবিআইয়ের ভূমিকায়।