জেলা রাজ্য

মালদার মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে ডেপুটেশন


দেবপ্রসাদ মন্ডল: চিন্তন নিউজ:২৯শে জুন:- আর্থিক ক্ষতিপূরনের দাবি জানাতে মৃত ১৭ জন পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যারা মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থানে বসেছেন এবং মালদা জেলা শাসকের নিকট তাদের দাবি রাখতে চেয়েছেন। সেই অসহায় পরিবারের সদস্য – সদস্যাদের পাশে দাঁড়াতে বামপন্থী গণসংগঠন সিআইটিইউ (CITU ) ★এআইকেএস (AIKS) এআইএডব্লিউইউ (AIAWU) ★এআইডিডব্লিউএ (AIDWA) ★ডিওয়াইএফ‌আই (DYFI) ★এস‌এফ‌আই (SFI) এর উদ্যোগে নেতা কর্মীরা সংগঠনের পতাকা নিয়ে তাদের সাথে অবস্থানে সামিল হন।

বামপন্থী গণসংগঠনগুলো পক্ষ থেকে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয় । গণসংগঠনের নেতৃত্বগণ থেকে অবস্থান বিক্ষোভ থেকে সোচ্চারে ঘোষণা করেন – মৃত পরিযায়ী শ্রমিকদের ২ লক্ষ টাকা অনুদান আদায়ের জন্য বামপন্থীরা ময়দানে আছেন , পরিযায়ী শ্রমিকদের পাশে আছেন সর্বদা। প্রশাসন এই আর্থিক অনুদান না দিলে বামপন্থীরা আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে পরিযায়ী শ্রমিকদের অধিকার আদায়ের জন্য লড়াই আন্দোলনে রাজপথে থাকবেন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।