জেলা রাজ্য

জনতার রান্নঘর চলছে


জয়দেব নিয়োগী: চিন্তন নিউজ:২৯শে জুন:- এ যেন উত্তপ্ত বালুকারাশির মধ‍্যে কয়েকফোঁটা বারিবিন্দু। মহামারী কেড়ে নিয়েছে মানুষের সহজ স্বাভাবিক জীবন। হঠাৎ যেন এক উন্মত্ত দস‍্যুর আক্রমণে লন্ডভন্ড সঙ্ঘবদ্ধ জনজীবন। এসেছে ঘূর্ণিঝড় আম্ফান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিশ্রান্ত কপর্দকশূন‍্য মৃতপ্রায় শ্রমিকরা ঘরে ফিরছেন। যথেষ্ট কাজের অভাবে এরাজ‍্যের শ্রমিকরা যারা একদা কাজের তাড়নায় একটু ভালোভাবে বাঁচার আশায়, ভিনরাজ‍্যে গিয়েছিলেন তারা নাকি ‘পরিযাযী’….কোন অর্থে জানা নেই।

তাদের কর্মহীন, রোজগার হীন শুখা জীবনে এই ‘জনতার রান্নঘর’ কয়েকফোঁটা জলবিন্দুর মতো। তাদের খাদ‍্যহীন জীবনযাত্রায় কয়েকটি বামপন্থী মানবদরদী ও প্রগতিশীল সংগঠন তাদের কাছে শান্তির বারি, তৃষ্ণার শীতল জল। তাদের মধ‍্যেই রয়েছে ,চুঁচুড়া গড়বাটি আমরা কয়েকজন সুইমিং ক্লাব ও চুঁচুড়া সেন্স সোসাইটি। শুধুমাত্র রান্না করা খাবার ই নয় ,এর আগে বিভিন্ন গ্রাম ঘুরে বঞ্চিত এলাকার মানুষ দের খুঁজে নিয়ে দেওয়া হয়েছে খাদ‍্য সামগ্রী ও ওষুধ পত্র। বর্তমানে এই অভুক্ত প‍রিবার গুলির একান্ত প্রয়োজনের দিনে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দ্বিপ্রাহরিক আহার।প্রতিদিন কমবেশী প্রায় ৫৫০ জন মানুষ এখান থেকে খাবার পাচ্ছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।