মীরা দাস: চিন্তন নিউজ:২৯শে জুন:- হায়দরাবাদ …প্রচন্ড বৃষ্টির ফলে হায়দরাবাদের চৌমহলা প্যালেসের একাংশ ভেঙে পড়েছে। জনসাধারণের কাছে এই প্যালেসের সামনের তিনটি ব্যালকনি অত্যন্ত জনপ্রিয় তার মধ্যে একটি ভেঙ্গে পড়েছে। পুলিশ অফিসার রমেশ কোটওয়াল জানিয়েছেন, সৌভাগ্য বশতঃ এই দুর্ঘটনার ফলে কোন পথচারী আহত হননি। অনেকদিন পূর্বেই এই এই ব্যালকনিটির মেরামতি কথা চলছিল কিন্তু করোনা ভাইরাসের সংক্রমনের জন্যে লকডাউন হয়ে পড়ায়, কাজ বন্ধ করে দেওয়া হয়। ছাদটি ভেঙে পড়ার খবর জানার পর বিশেজ্ঞরা পরিদর্শন করেছেন, এবং আগামী দিনে আরও ক্ষতি যাতে না হয় সেই কারনে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা ।
উল্লেখ্য চৌমহলা প্রাসাদে মোট প্রধান চারটি প্রাসাদ রয়েছে এবং এই প্রাসাদটি বর্তমানে খুব জনপ্রিয় পর্যটকদের আকর্ষণ বিন্দু হয়ে উঠেছে। কথিত আছে এই প্রাসাদটি প্রায় ২০০ বছর আগে নির্মিত হয়েছিল। চৌমহল্লা প্রাসাদটি ইরানের তেহরানের শাহ প্রাসাদের সদৃশ বলে মনে করা হয়।
.