জেলা রাজ্য

পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচীতে অনেক মানুষের সাড়া


সুদীপ্ত সরকার: চিন্তন নিউজ:২৯শে জুন:- জাঙ্গীপাড়া ১নং এরিয়া কমিটির দিলাকাশ ১ ও ২ শাখার উদ্যোগে পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে বোড়হল মোড়ে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়৷ বিক্ষোভ শেষে বোড়হল মোড় থেকে নিমতলা অবধি মিছিল করা হয়৷

পরিবর্তনের পর এই দিলাকাশ অঞ্চলের প্রধান পার্টি কার্য্যালয়টি শাসকদল এখনো দখল করে রেখেছে৷ বোড়হল পার্টি অফিস ও মাতো মোড়ের পার্টি অফিসটিকে ভাঙচুর করে৷ গত বছর জুলাই মাসে বোড়হল পার্টি অফিসটিকে সারানো হয়৷ তারপর থেকে প্রতিদিন অফিসটি খোলা হয় ও সমগ্র অঞ্চলের পার্টির কাজ পরিচালিত হয়৷ এই এরিয়া কমিটির অন্তর্গত মুন্ডলিকা বাজারে মুন্ডলিকা ১.২.৩ শাখা যৌথ ভাবে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির বিরূদ্ধে বিক্ষোভ কর্মসূচী পালন করে৷ সকালে জাঙ্গীপাড়া থানার বিপরীতে একই কর্মসূচী পালিত হয়৷ তিনটি অঞ্চলের বিক্ষোভ কর্মসূচীতে কর্মীদের উপস্থিতি ও মানুষের সাড়া ছিলো ভালো৷


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।