দেশ বিদেশ

কাশ্মীরে শান্তি ফেরাতে রাষ্ট্রসঙ্ঘে আর্জি জানাল ইউসুফ মালালা


মীরা দাস, চিন্তন নিউজ, ১৭ সেপ্টেম্বর: ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ। এমতাবস্থায় স্কুল পড়ুয়াদের মারাত্মক ক্ষতি হচ্ছে পোড়াশোনার।এই বিষয় নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন ইউসুফ মালালা কারজাই।

রাষ্ট্রসঙ্ঘের কাছে আর্জি জানালেন ইউসুফ মালালা কারজাই যাতে উপত্যকায় শান্তি ফেরে ও শিশুরা পঠন পাঠনের পরিবেশে মনোনিবেশ করতে পারে। চল্লিশ দিনের বেশি হয়ে গেছে ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারছে না, মেয়েরা বাড়ীর বাইরে বার হতে ভয় পাচ্ছেন। তিনি রাষ্ট্রসঙ্ঘ এবং অন্যান্য নেতৃত্বের কাছে আর্জি জানিয়েছেন কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য।

তিনি এও বলেছেন, ”কাশ্মীরীদের কথা শুনুন এবং নিরাপদে শিশুদের স্কুলে যেতে সাহায্য করুন।” মালালা পাকিস্তানের শিক্ষা আন্দোলনের কর্মী, তাঁর এই মন্তব্যের পর সমালচনার শিকার হয়েছেন তিনি। আবার কাশ্মীরের সংখ্যালঘু মেয়েদের নিয়ে তিনি কেন নীরব সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও নিজের টুইটে নির্দিষ্টভাবে কোনও সম্প্রদায়ের উল্লেখ করেননি মালালা ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।