অর্থনৈতিক দেশ

সঙ্কটে স্টেট ব্যাঙ্কের এটিএম কর্মীরা


সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২২ অক্টোবর: চরম আর্থিক কষ্টে ভুগছেন সাধারণ মানুষ। পুরো বিশ্বের সাথে ভারতবর্ষেও একই চিত্র। করোনা সংক্রমণ ও অপরিকল্পিত লকডাউন পরিস্থিতিতে বড়ো বড়ো কর্পোরেট হাউস থেকে যেমন কর্মী ছাঁটাই করা হয়েছে তেমন একই ভাবে সমাজের মধ্যবিত্ত ও ততোধিক গরীব মানুষের কাজ গেছে। লকডাউনের জেরে লোকাল ট্রেন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ, যারা শহরে পরিচারিকার কাজ করতে আসতো তাদের কাজ আর নেই। হকার ভাইদের অবস্থা করুণ। তারা আর স্টেশনে স্টেশনে হকারি করতে পারছে না। ইতিমধ্যে বেশ কিছু মানুষ অভাবের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

এই সঙ্গীন পরিস্থিতিতে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে কাজ হারাতে পারে হাজারেরও বেশী অস্থায়ী কর্মচারী এবং তা পুজোর আগেই। ভারতীয় স্টেট ব্যাঙ্কে রয়েছে প্রায় হাজার খানেক অস্থায়ী কর্মচারী। মোটামুটি তারা সকলেই ব্যাঙ্কের বিভিন্ন এটিএম কীয়স্কে নিযুক্ত। সেখানে তারা গ্রাহক টাকা তুলতে এবং অন্যান্য সাহায্য করে। এবার তাদের ছাঁটাই করতে চলেছে ব্যাঙ্ক কতৃপক্ষ। ইতিমধ্যে খবরে প্রকাশ বেশ কয়েকমাস ধরেই এই কর্মীরা বেতন পাচ্ছেন না এমনকি তাঁদের পূজা বোনাসও দেওয়া হয়নি।

সুত্রের খবর অনুযায়ী এই এটিএম এর কর্মচারীরা বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে নিয়োগ করা হয়। ইতিমধ্যে বি সিফটে যারা কাজ করে তাদের বসিয়ে দেওয়া হয়েছে। একদিকে তাঁরা সময়মতো বেতন পাচ্ছেন না, পুজো বোনাস পাননি তার উপর যদি তাদের কাজ চলে যায় তবে তারা তো বিপদে পড়বেনই আর তাদের সঙ্গে তাদের পরিবারের লোকজনও বিপদে পড়বে। এই কারণে সোমবার সমস্ত এটিএম বন্ধ রাখা হয়েছে। তারপরও যদি স্টেট ব্যাঙ্ক কর্ণপাত না করে তবে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।