দেশ

বিপন্ন গণতন্ত্র


রঘুনাথ ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:২৭শে ডিসেম্বর:–দেশে যখন অরাজকতার সূচনা হয় , তখন ধান্ধাবাজ দের ব‍্যক্তিগত উচ্চাভিলাস জেগে ওঠে। এও একরকমের লুটতরাজ। তখন , আইন কানুন ভাঙ্গাটাই রেওয়াজ হয়ে ওঠে। এক দশক আগে যে বিপন্নতার শুরু, আজ তা নানান দৌরাত্মের প্রকাশ করে পরিণত। পবিত্র সংবিধানের তোয়াক্কা না করে এক অদ্ভুত স্বৈরাচার ফণা তুলেছে। ‘কেন্দ্রীভূত অবাধ ক্ষমতা দুর্নীতির জনক।’ – এই অমোঘ বাণী আর একবার ঐতিহাসিক সত‍্য বলে প্রমাণিত হল।

অনেক জননীতি বিশেষজ্ঞ বর্তমান ভারতীয় রাজনীতির এই চলন গণতন্ত্রের পক্ষে অত‍্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মনে করছেন। কয়েকদিনের খবরে কিছু বিসদৃশ ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রথমত, এক সাংবিধানিক প্রশাসকের বাহুবলী অভিব‍্যক্তি , যা একজন রাজনৈতিক সংগঠকের মুখেই শুধু শোভা পায়। তিনি তাঁর প্রতিবাদীদের
বিরুদ্ধে জনগণের কাছে সমর্থন আহ্বান করেছেন।এটা খোলাখুলি সংবিধান বিরোধী। দ্বিতীয়তঃ, একজন সেনাপ্রধান এক আলোচনা সভার সম্পূর্ণ ভিন্ন পথে গিয়ে
রাজনৈতিক নেতৃবৃন্দের কর্তব্য – অকর্তব‍্য সম্পর্কে ভাবগম্ভীর উপদেশ বিতরন করলেন, তা তাঁর পক্ষে অত‍্যন্ত বেমানান ।

সংবাদ সাংগ্রহিক শুধু ঘটনার সন্ধান করে। কিন্তু জনসাধারণ শুধু দর্শক হয়ে থাকেনা, তারা ঘটনার পিছনের চিত্র সম্বন্ধেও বিস্তৃত আলোচনা করে, এবং বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছতে পারে। এবং তাঁদের চিন্তা নানা দিকে ডালপালা ছড়ায়। এইভাবেই ভাবনা উঠে আসছে, এই দুই ক্ষেত্রেই ব‍্যক্তিস্বার্থ এতটাই প্রবল যে এই দুই সাংবিধানিক আধিকারিক, যাঁদের অবস্থান নির্দিষ্ট বিধির মধ‍্যেই সীমাবদ্ধ, তাঁরা যে নিজস্বার্থ চরিতার্থ করার জন্য সেই সীমা অতিক্রম করতে রাজি, সেই ইঙ্গিত প্রকাশ‍্যে আনতেও দ্বিধা করলেন না। ক্ষমতার লিপ্সা দুই ক্ষেত্রেই প্রবল।

এতে বিপদটা কোথায়? বিশেষজ্ঞদের মতে , এটা দুর্নীতিগ্রস্ত প্রশাসনের উজ্জ্বল নমুনা। যা থেকে জন্ম নিতে পারে স্বৈরাচারী লুব্দ্ধ ক্ষমতালিপ্সার পারস্পরিক প্রশ্রয়দানের সক্রিয়তা। এবং এটা রাজনীতির সাধারণ পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করবেই।এই বিপজ্জনক প্রবণতা বহু গণতান্ত্রিক দেশকে যে একতান্ত্রিক সর্বনাশের দিকে অনিবার্য‍্যভাবে টেনে নিয়ে যায়, তার প্রমাণ অবিরল ।

সম্প্রতি, লাতিনা আমেরিকার গণতান্ত্রিক রাষ্ট্রগুলির পরিণতি যে কোনও দেশের জনগণের দুশ্চিন্তার কারণ।দেখা যাচ্ছে, দেশের বর্তমান শাসকদল একের পর এক রাজ‍্যে ক্ষমতাচ‍্যুত হচ্ছে। এখনও তাঁরা কেন্দ্রীয় ক্ষমতার অধিকারী। এই পরিস্থিতিতে যে কোনও কোনও ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির অভ‍্যন্তরে যে সহিংস নেতিবাচক প্রতিক্রিয়ার উদ্ভব হতে পারে, তা সহজেই অনুমেয় এবং অনস্বীকার্য

দেশের প্রতিটি গণতন্ত্রপ্রিয় নাগরিকের কর্তব্য সেই দুষ্ট
প্রতিক্রিয়ার দিকে নজর রাখা এবং সর্বতোভাবে সচেতন থেকে সেই বিপন্নতার মোকাবেলা করার জন‍্য প্রস্তুত
থাকা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।