শাশ্বতী ঘোষাল:চিন্তন নিউজ:২৭শে ডিসেম্বর:– মহারাষ্ট্রে কৃষি ক্ষেত্রে মহিলা শ্রমিকদের দুর্দশার এক ভয়ংকর চিত্র উঠে এল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে লেখা এক কংগ্রেস নেতার চিঠিতে। তিনি জানান, মজুরি পেতে হাজার হাজার মহিলা শ্রমিক জরায়ু কেটে বাদ দিচ্ছেন। ঐ কংগ্রেস নেতা উক্ত বিষয়ের উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে। যদিও সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের আদিবাসী শাখার চেয়ারম্যান নিতিন রাউত চিঠিতে লিখেছেন, আখের ক্ষেতে যে সমস্ত মহিলা শ্রমিক কাজ করেন তারা রজঃস্বলা অবস্থায় সাধারণত মাসে প্রায় সাতদিন কাজ করতে পারেন না ।ফলে ঐ সাত দিনের মজুরি তারা পান না।
অর্থনৈতিক দুরবস্থার কারণে ঐ মহিলা শ্রমিকেরা যাতে মজুরি থেকে বঞ্চিত না হতে হয় সেই কারণে অস্ত্রোপচার করে জরায়ু বাদ দিয়ে সম্পূর্ণ মাস কাজে বহাল থাকার উপায় খুঁজে নিচ্ছেন। হিস্ট্রেক্টমি নামে এই অস্ত্রোপচার করলে আর ঋতুস্রাব হয় না। নিতিন রাউত আরো জানান যে ৩০ হাজার দরিদ্র পরিবারের নারী শ্রমিক মজুরি পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়েও অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু কেটে বাদ দিচ্ছেন।দুবেলা দু’ মুঠো অন্নের জন্য এত বড় ক্ষতির সম্মুখীন হ’তে তারা বাধ্য হচ্ছেন।