দেশ

নওগাঁ জেলায় প্রবীণ স্বাধীনতা সংগ্ৰামী, অসমে সিপিআই(এম) এর অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত কমরেড নন্দেশ্বর তালুকদারের জন্ম শতবর্ষ পালন।


সীমা বিশ্বাস, অসম,১৪নভেম্বর– নন্দেশ্বর তালুকদার এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের অবদান” এই বিষয়ের উপর প্রাক্তন অধ্যাপক অমরেন্দ্র শর্মার সঞ্চালনায় আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচক হিসাবে উপস্থিত থাকে প্রাক্তন অধ্যক্ষ গুণধর গগৈ এবং সিপিআই এম এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ইসফাকুর রহমান।

বঙ্গাইগাঁও জেলায় নন্দেশ্বর তালুকদারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুপ্রকাশ তালুকদার ভারতের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের গৌরবোজ্জ্বল ভূমিকা, বর্তমান রাজনৈতিক,অর্থ সামাজিক পরিস্থিতিতে কমিউনিস্টদের ভূমিকা ও কর্তব্যের বিষয়ে সাবলীল ভাষায় আলোচনা করেন।

জেলা সম্পাদক পরিমল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা চক্রে রাজ্য কমিটির সদস্য রবীন দাস নন্দেশ্বর তালুকদারের কর্মজীবনের উপর আলোচনা করেন। ভারতীয় গণনাট্য সংঘের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। সিপিআইএম এর উদ্যোগে বঙ্গাইগাঁও অসামরিক চিকিৎসালয়ের ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।