দেশ

শহীদ জ‌ওয়ানদেরপ্রতি ‘স‌ওগাত’- এর শ্রদ্ধা নিবেদন


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৭ই মে:– রবিবার সকালে জম্মু কাশ্মীরের হান্দওয়াড়াতে এনকাউন্টারে কর্নেল, মেজর সহ ৫ ভারতীয় সেনার জওয়ান এক এনকাউন্টারে শহীদ হন।
একদিকে যখন গোটা বিশ্ব লড়ছে করোনা ভাইরাসের সঙ্গে, তখনও জঙ্গি রফতানি ও সন্ত্রাস ছড়ানোর কাজ থেকে বিরত থাকছে না এই জঙ্গি সংগঠনগুলি। এই এনকাউন্টারে শহিদ হন কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ, নায়েক রাকেশ কুমার, ল্যান্স নায়েক দীনেশ সিং ও সাব ইন্সপেক্টর শাকিল গাজি।

পাশাপাশি এনকাউন্টার চলাকালীন খতম করা হয়েছে ২ জঙ্গিকেও। চাঙ্গিমুল্লা এলাকায় গ্রামের বেশ কয়েকজন বাসিন্দাকে বন্দি করে রেখেছিল জঙ্গিরা। তাঁদের উদ্ধার করতে গিয়েই শুরু হয় এনকাউন্টার। শহীদ জওয়ানদের মধ্যে ২১ রাষ্ট্রীয় রাইফেলসের ৪ জওয়ান ও জম্মু কাশ্মীর পুলিশের এক জওয়ান ছিলেন।

গতকাল রামপুরহাট শহরে “সওগাত” নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।। তারা শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথা মোড়ে শহীদ দের স্মৃতির উদ্যেশ্যে মোমবাতি জ্বালিয়ে শহীদ বীর জওয়ানদের স্মৃতির উদ্যেশ্যে শোক প্রকাশ করেন।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।