রাজ্য

কমিউনিস্টরা অবিচল মানুষের স্বার্থরক্ষায়।


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ: ৬ই মে :–গতকাল ছিল ৫ই মে: জার্মান দার্শনিক, তাত্ত্বিক নেতা সমাজতান্ত্রিক রাষ্ট্রের দিশারী পৃথিবী বিখ্যাত বই কমিউনিষ্ট ম্যানিফেস্টোর জনক সুমহান ব্যক্তিত্ব কার্ল মার্কসের জন্মদিন। ভারতবর্ষের বামপন্থী রাজ্য কেরালা কোভিড-১৯ মোকাবিলায় সর্বাধিক এগিয়ে। দেশ বিদেশের সংবাদ মাধ্যম কেরালার বামপন্থী প্রশাসনের প্রশংসায় পঞ্চমুখ। কুড়ি হাজার কোটি টাকার তহবিল গঠন করে রাজ্যবাসীর ঘরে ঘরে রেশন পৌঁছে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন অতিথি শ্রমিকদের, যাতে কোনোভাবেই লকডাউনের উদ্দেশ্য পূরণের অন্তরায় পরিস্থিতির সৃষ্টি না হয়। কমিউনিস্টরা অবিচল মানুষের স্বার্থরক্ষায়।

দীর্ঘ লকডাউন পর্বে সোনারপুর উত্তর এরিয়া কমিটি ধারাবাহিকভাবে প্রান্তিক মানুষের প্রয়োজনে সহযোগীর ভূমিকায়। ৫ নং ওয়ার্ডের বিবেকানন্দ নগরে শতাধিক দুঃস্থ মানুষের হাতে এবং নবগ্ৰামে আরও প্রায় শতাধিক পরিবারে পৌঁছে গেলেন বামপন্থী কর্মীবৃন্দ। শ্রমিক সংগঠনের পক্ষে সমীর হালদার, প্রবীর সর্দার, আশিস চ্যাটার্জি, গণতান্ত্রিক আন্দোলনের নেতা বিশ্বজিৎ মন্ডল ,যুব নেতৃত্ব শ্যামল চক্রবর্তী, গৌতম রায়, শুভঙ্কর পাল এবং মহিলা নেত্রী ডালিয়া চ্যাটার্জি অংশগ্রহণ করেন। পার্টির এরিয়া কমিটির সম্পাদক কমরেড অপূর্ব কুমার মন্ডল উপস্থিত থেকে কর্মসূচি রূপায়ণে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এরিয়া কমিটির প্রতিটি শাখার এদিন পতাকা উত্তোলন করা হয়, কার্ল মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ এই এরিয়া কমিটির সম্পাদক, কমরেডরা এবং সমর্থক দরদীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।