জেলা

স্বপন কোলে স্মরণে


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:১৬ই ডিসেম্বর:– মনে আছে সেই কালো ১৬ই ডিসেম্বর এর কথা…. হাওড়া জেলার আন্দুলে প্রভু জগবন্ধু কলেজের ঘটনা। ২০১০ সালের ১৬ ডিসেম্বর সেখানে পিটিয়ে মারা হয়েছিল কলেজের ছাত্র, এসএফআই সমর্থক স্বপন কোলেকে। আন্দুলের সেই ফুটফুটে ছাত্র টির খুনের ঘটনায় অভিযুক্ত ছিল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। সাঁকরাইল থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে খুনের মামলায় অভিযুক্ত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের ১৩ জনেরও বেশি নেতা-কর্মী। রাজ্যে তৃণমূল শাসন শুরু হওয়ার পর লঘু চার্জশিট দাখিল করায় সুবিধা পেয়ে যান অভিযুক্তরা। চার্জশিটে খুনের পরিবর্তে দেওয়া হয় ‘অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানো’র অভিযোগ। “বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে”।

তৃনমুলের গুন্ডাবাহিনীর হাতে খুন হওয়া কমরেড স্বপন কোলেকে স্মরণে রেখে আজ এসএফআই, ইলামবাজার লোকাল কমিটির উদ্যোগে ছাতারবান্দীতে এক স্মরণ সভার আয়োজন করা হয়। শহীদ বেদীতে মাল্যদান ও ছাত্রনেতাকে স্মরণ করে বক্তব্য রাখেন এসএফআই নেতৃত্ব। উপস্থিত ছিলেন ইলামবাজার লোকালের সম্পাদক কমরেড নাজির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।