কলমের খোঁচা

অন্যভাবে কবির স্মরণ


শবনম দাশগুপ্ত:চিন্তন নিউজ:৯ই মে :– কোনদিন ভাবা যায়নি এভাবেও একটা রবীন্দ্রজয়ন্তী আসতে পারে।মৃত্যুভয়কে সাথে নিয়ে, কাছের মানুষকে হারানোর যন্ত্রনা নিয়ে। শুধু তো রোগ নয়, সাথে এল ভাইজ্যাকের ভয়ঙ্কর দুর্ঘটনায় ৫০০০ এর উপর মানুষের অসুস্থতা এবং ১৪টা জলজ্যান্ত প্রাণের মৃত্যু রেলের তলায়। কি ভয়ঙ্কর একটা বছর!তবে কি প্রানের ঠাকুরকে স্মরণ করতে বাঙালির ভুল হয়ে গেল?সেও কি সম্ভব?না,সে ভুল হয় নি। বাঙালির সমস্ত দুঃখ যন্ত্রনা ক্ষোভ ভীতি সবার প্রকাশ হয়ে আমাদের প্রাণে যিনি বিরাজ করেন তিনি কি কখনো ব্রাত্য হতে পারেন?হয়তো এবছর সেরকম চাকচিক্য নেই, অনুষ্ঠানের আড়ম্বর নেই। কিন্তু জন্মদিন তো মিথ্যে নয়। তিনি প্রাণের ঘরে বাসা বেঁধেছেন,সেখান থেকে নড়ানোর সাধ্যি তুচ্ছ মৃত্যুভয়ের নেই।এই দিনটা তাই এবার বন্ধ ঘরেই নিজেদের মতো পালন করলেন আপামর বাঙালি! বাইরের আড়ম্বরে নয়,মনের শুদ্ধতায় ভালোবাসায় কবিকে স্মরণ করে সবাই না হয় বলি,”বিপদে আমি না যেন করি ভয়”।, সু-দিন ঠিক ফিরবে।ফিরবেই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।