সুমন ঘোষ: চিন্তন নিউজ:-১০ই মে:- ঔরঙ্গাবাদে ১৬ জন পরিযায়ী শ্রমিকের ট্রেনে পিষে মৃত্যুর ঘটনায় প্রমাণিত মোদি সরকারের উদাসীনতার প্রতিবাদে, গোটা দেশের বিভিন্ন প্রান্তে অর্ধাহারে, অনাহারে থাকা পরিযায়ী শ্রমিকদের সরকারি খরচে ঘরে ফেরানোর ব্যবস্থার দাবিতে, মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে এবং পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে মোদি মমতার ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে গোটা রাজ্যের পাশাপাশি ডোমজুড় থানার সামনে CITU SFI DYFI AIDWA এর ডাকে বিক্ষোভ এবং মোমবাতি জ্বালানো হলো…
দক্ষিণ দিনাজপুর থেকে সুশান্ত বিশ্বাসের রিপোর্ট–সরকারী উদাসীনতায় মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদে ১৬ জন পরিযায়ী শ্রমিককের ট্রেনের চাকায় পিষ্ট হওয়ার ঘটনাকে ধিক্কার জানিয়ে CPI(M) গঙ্গারমপুর এরিয়া কমিটির আহ্বানে মোমবাতি হাতে মৌন মিছিল।