মাধবী ঘোষ:চিন্তন নিউজ:৯ই মে:–আজ ৯ ই মে আসানসোল সাউথ থানায় বাম সংগঠনের ডাকে গন ডেপুটেশন দেওয়া হলো। যে দাবিগুলো নিয়ে ডেপুটেশন দেওয়া হলো , সেগুলো হলো:পরিযায়ী শ্রমিক বিনা খরচায় ঘরে ফেরাতে হবে ।
যে ষোল জন পরিযায়ী শ্রমিককে পিষে দিয়ে গেল মালবাহী রেল গাড়ি তার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
সমস্ত মানুষ কে সমান রেশন দিতে হবে।
শিশু দের ভেকশিন দেওয়া চালু করতে হবে।