জেলা

প্রতিবন্ধী অসহায় পরিবারগুলিকে ত্রাণ


জয়দেব নিয়োগী: চিন্তন নিউজ: ৬ই মে:- করোনা ভাইরাস উদ্ভূত কঠিন পরিস্থিতিতে বিভিন্ন বামপন্থী মনোভাবাপন্ন মানুষজন গড়বাটিযথাসম্ভব মানুষের পাশে থাকার বার্তা দিয়ে যাচ্ছেন তাদের কাজের মাধ‍্যমে।যে সমস্ত অঞ্চল ত্রাণ থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়েছে ,সেইসব কেন্দ্র গুলিকে খুঁজে বার করে ত্রাণ দেবার ব‍্যবস্থা করা হয়েছে।

আজ গড়বাটি আমরা কয়েকজন সুইমিং ক্লাব এবং সেন্স সোসাইটির উদ‍্যোগে চুচুঁড়ার কয়েকটি অঞ্চলের প্রতিবন্ধী পরিবারগুলিকে ত্রান দেওয়া হোলো।এই সমস্ত এলাকা গুলি সম্পূর্ণ ভাবেই অবহেলিত ছিল। ভবিষ্যতে আরোও কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়েছে ,যেখানে ত্রাণ দেবার পরিকল্পনা এদের রয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।