রাজ্য

ত্রানের টাকা নয়ছয় …৫ বি ডি ও শোকজের মুখে …


মীরা দাস: চিন্তন নিউজ:২৮শে জুন:- ত্রান বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ ছিল রাজ্যের ৫ বিডিওর বিরুদ্ধে। নবান্নে কিছুদিন ধরেই ঐ ৫ বিডিও র বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল, এবং তার প্রমাণও পাওয়া গেছে যার পরিপ্রেক্ষিতে দুই ২৪ পরগনার চার জন এবং হাওড়া জেলার একজন বিডিওকে দুর্নীতির পিছনে কারন দর্শাতে বলা হয়েছে এবং আধিকারিকদের উত্তর যথাযথ না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নবান্ন থেকে বার্তা দেওয়া হয়েছে।

বিভাগীয় তদন্তে দেখা গিয়েছে, ঐ বিডিওরা গ্রাম পঞ্চায়েতের কর্তার সঙ্গে হাত মিলিয়ে বাড়ি ভাঙার তালিকা দেখিয়ে বড়সড় পরিমানের টাকা সরিয়েছেন। যাদের ক্ষতি হয়েছে তাদের কোন সাহায্যই পাননি, উল্টে সরকারী ত্রানের টাকা নয়ছয় হয়েছে। আরও জানা গেছে সরকারী বিভিন্ন স্তরেও ঐ রকম আরও দুর্নীতি হয়েছে। এবং সেই সব কর্মীদের বিরুদ্ধে ও বিভাগীয় তদন্ত হবে। সর্বদলীয় বৈঠকে দূর্নীতির বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, দূর্নীতির নিরসন করতে হবে। এখন অপেক্ষা মুখ্যমন্ত্রী কতটা কার্যকর করতে পারেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।