মিতা পুততুন্ড, চিন্তন নিউজ, ৯ এপ্রিল: হাতে হাতে লালপতাকা। অজস্র লাল বেলুনের সমাহার। বাজনার তালে তালে , স্লোগানে, স্লোগানে আকাশ কাঁপিয়ে অসংখ্য মানুষের পদধ্বণিতে উদ্বেলিত হয়েছে সিউড়ির রাজপথ। মঙ্গলবারের তপ্ত দুপুরে। আর্দ্রতায় ঘামে ভিজে যাওয়ার শরীরে অস্বস্তিকে হেলায় উড়িয়ে এমনই দৃপ্ত মিছিলের মধ্যমণি হয়ে মনোনয়ন দাখিল করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থী ডা: রামচন্দ্র ডোম। ঘোষনা ছিল আগেই। মঙ্গলবার হবে ‘রামদা’-র মনোনয়ন জমা। সকাল হতেই পার্টির জেলা কার্য্যালয় ভীড় জমতে শুরু করে বামকর্মী সমর্থক সহ সমাজের নানাস্তরের বিশিষ্টদের। বেলা সাড়ে এগারোটা নাগাদ মিছিল শুরু হয়। ঢোল-বাজনার আওয়াজে সাথে তাল মিলিয়ে উঠেছে স্লোগান। আওয়াজ উঠেছে রাজ্যকে তৃণমূল হঠাও আর দেশ থেকে হঠাও বিজেপিকে। উঠেছে বদ্ধভূমি বীরভূমে মুক্তির বাতাস কায়েমের আহ্বান। উঠেছে কথা বলার অধিকার হারানো মানুষের হক ফিরিয়ে আনার আহ্বান। উঠেছে রুটি রুজির যন্ত্রনায় বিদ্ধ মানুষের জীবনে শান্তি-নিশ্চিন্তি ফিরিয়ে আনার আহ্বান। মিছিলের সামিল অগণিত মানুষ একযোগে আওয়াজ তুলেছেন রাম-রহিমের নয়, চাই ফসলের নায্য দামের জোর লড়াই। নানান দাবি, নানা যন্ত্রনার বার্তা ছড়িয়ে এদিন বিশাল মিছিল রামচন্দ্র ডোমকে নিয়ে পৌছায় জেলাশাসকের দপ্তর চত্বরে। জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন রামচন্দ্র ডোম। মিছিলে এছাড়াও ছিলেন মনসা হাঁসদা, গৌতম ঘোষ, অপূর্ব মন্ডল সহ বামনেতৃবৃন্দ।
Related Articles
মুর্শিদাবাদ জেলায় ঐতিহাসিক ‘হুল’ দিবস পালন
মিতা দত্ত: চিন্তন নিউজ:৩০শে জুন:- আজ “হুল দিবস”। এই দিনটির সাথে জড়িত রয়েছে সাঁওতাল নামে এক দেশজ অরণ্যচারী মানুষের সংগ্রাম। ব্রিটিশ শাসন ও তার দোসর একশ্রেণির স্বার্থান্বেষী ভারতীয়দের অত্যাচারের বিরুদ্ধে তাদের মতো করে সশস্ত্র সংগ্রাম করতে বাধ্য হয়েছিলো। আপাত ব্যর্থ হ’লেও যে সংগ্রামের বীজ রোপিত হয়েছিলো তা বহতা নদীর মতো আজও বয়ে চলেছে। আজ এই […]
অশুভ শক্তির গ্রাস থেকে মুক্ত হোক বিশ্বভারতী- আওয়াজ তুললো ডিওয়াইএফআই ও এসএফআই
রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:২৩শে আগস্ট:- অশুভ শক্তির গ্রাস থেকে মুক্ত হোক বিশ্বভারতী- এই আওয়াজ তুলে বোলপুরে বীরভূম জেলার ডিওয়াইএফআই- এসএফআই এর উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে গণ-কনভেনশন কর্মসূচি হলো শনিবার সকালে। ডিওয়াইএফআই – এসএফআই এর উদ্যোগে ঐ একই ইস্যুতে গোটা জেলায় প্রতীকী অবস্থান ও পোস্টারিং করা হয়। শান্তিনিকেতনে মেলা প্রাঙ্গনকে পাঁচিল দিয়ে ঘেরার পরিকল্পনার জন্য বিশ্বভারতী […]
অশুভ আঁতাতের ফলে বিভীষিকাময় হয়ে উঠছে ভবিষ্যৎ
কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:১৮ই মে:- কোভিড১৯ মোকাবিলায় বহুল চর্চিত দুটো রাস্তার প্রথমতঃ লকডাউনের বিধিনিষেধ মেনে চলা এবং সরকারের করণীয় র্যাপিড টেস্ট। যত বেশী সংখ্যক মানুষের টেস্ট করা যাবে রোগী চিহ্নিত হবেন এবং সেই সঙ্গে রোগীর সংস্পর্শে থাকা মানুষজনের টেস্ট, কোয়ারেন্টাইনে থাকার বন্দোবস্ত ইত্যাদি। প্রথম করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হন ১৭ ই মার্চ। কিন্তু রাজ্যের সরকার […]