রাজ্য

জনজোয়ারে ভেসে মনোনয়ন জমা দিলেন ‘রামদা’


মিতা পুততুন্ড, চিন্তন নিউজ, ৯ এপ্রিল: হাতে হাতে লালপতাকা। অজস্র লাল বেলুনের সমাহার। বাজনার তালে তালে , স্লোগানে, স্লোগানে আকাশ কাঁপিয়ে অসংখ্য মানুষের পদধ্বণিতে উদ্বেলিত হয়েছে সিউড়ির রাজপথ। মঙ্গলবারের তপ্ত দুপুরে। আর্দ্রতায় ঘামে ভিজে যাওয়ার শরীরে অস্বস্তিকে হেলায় উড়িয়ে এমনই দৃপ্ত মিছিলের মধ্যমণি হয়ে মনোনয়ন দাখিল করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থী ডা: রামচন্দ্র ডোম। ঘোষনা ছিল আগেই। মঙ্গলবার হবে ‘রামদা’-র মনোনয়ন জমা। সকাল হতেই পার্টির জেলা কার্য্যালয় ভীড় জমতে শুরু করে বামকর্মী সমর্থক সহ সমাজের নানাস্তরের বিশিষ্টদের। বেলা সাড়ে এগারোটা নাগাদ মিছিল শুরু হয়। ঢোল-বাজনার আওয়াজে সাথে তাল মিলিয়ে উঠেছে স্লোগান। আওয়াজ উঠেছে রাজ্যকে তৃণমূল হঠাও আর দেশ থেকে হঠাও বিজেপিকে। উঠেছে বদ্ধভূমি বীরভূমে মুক্তির বাতাস কায়েমের আহ্বান। উঠেছে কথা বলার অধিকার হারানো মানুষের হক ফিরিয়ে আনার আহ্বান। উঠেছে রুটি রুজির যন্ত্রনায় বিদ্ধ মানুষের জীবনে শান্তি-নিশ্চিন্তি ফিরিয়ে আনার আহ্বান। মিছিলের সামিল অগণিত মানুষ একযোগে আওয়াজ তুলেছেন রাম-রহিমের নয়, চাই ফসলের নায্য দামের জোর লড়াই। নানান দাবি, নানা যন্ত্রনার বার্তা ছড়িয়ে এদিন বিশাল মিছিল রামচন্দ্র ডোমকে নিয়ে পৌছায় জেলাশাসকের দপ্তর চত্বরে। জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন রামচন্দ্র ডোম। মিছিলে এছাড়াও ছিলেন মনসা হাঁসদা, গৌতম ঘোষ, অপূর্ব মন্ডল সহ বামনেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।