পাপিয়া সিনহা, চিন্তন নিউজ, ৯ এপ্রিল: এনআইআরএফ ২০১৮ প্রকাশিত হ’ল মঙ্গলবার। উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়, কলেজ কারিগরি শিক্ষা এই সমস্ত বিভাগের র্যাংক দেওয়া হয় সারা দেশের নিরিখে।
এই র্যাঙ্কিংয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রথম একশোর মধ্যে স্থান পায়নি। উচ্চশিক্ষা বিভাগে স্থান ১৫১-২০০ র মধ্যে। বিশ্ববিদ্যালয় বিভাগে ১০১-১৫০এর মধ্যে। উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্থান যথাক্রমে ত্রয়োদশ,ষষ্ঠ ও দ্বাদশ। কলকাতা বিশ্ববিদ্যালয় মানের নিরিখে খানিকটা এগিয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের বিভাগে স্থান যথাক্রমে একুশ ও চোদ্দ। যা গতবার ছিল সাতাশ ও ষোলো।বিশ্ববিদ্যালয়ের তালিকায় কল্যাণী ৮৬তে, বর্ধমান ৯৬তে রয়েছে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সার্বিক তালিকায় খড়গপুর আইআইটি গতবারের তুলনায় এবার অনেক পিছিয়ে রয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় দুই বিভাগে বিশ্বভারতী রয়েছে যথাক্রমে ৪৮ ও ৩১ এ, শিবপুর আইআইইএসটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৪৪তম, ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০তম স্থান পেয়েছে।
কলেজগুলির ক্ষেত্রে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির স্থান পেয়েছে নবম। সেন্ট জেভিয়ার্স গতবছর ষষ্ঠস্থানে থাকলেও এবার সপ্তদশ।
সমস্ত বিভাগে বাংলার স্থান ক্রমান্বয়ে পিছিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষ কেন্দ্র করতে চান। অথচ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের র্যাঙ্কিংয়ে প্রেসিডেন্সি একশোর মধ্যেই নেই। রাজ্যের নিরিখে কলকাতা বিশ্ববিদ্যালয় এগিয়ে থাকায় স্বভাবতই উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট। ভবিষ্যতে আরও এগোনোর অঙ্গীকারও করেছেন।