রাজ্য

ভোটের মুখে অস্ত্র উদ্ধার বাঁকুড়ায়


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৬ এপ্রিল: আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল বাঁকুড়ার জঙ্গলমহলে। গোপন সূত্রে খবর পেয়ে সারেঙ্গার সারুলিয়ার জঙ্গলে একটি সেচ খালের পাশে গাছের ডাল পালা দিয়ে ঢাকা অবস্থায় একটি বন্দুক ও কার্তুজ উদ্ধার করে সারেঙ্গা থানার পুলিশ। কিন্তু এই ঘটনায় কোন ব্যক্তিকে আটক বা গ্রেফতার করা যায়নি৷
এক সময়ের মাওবাদী অধ্যুষিত এই এলাকায় এই আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কি করে এই আগ্নেয়াস্ত্র ওই এলাকায় এলো তা নিয়ে বিশাল প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। মাওবাদী কার্যকলাপের সময় এই আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে কিনা পুলিশের পক্ষ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে।
বাঁকুড়ার পুলিশ সুপার জানিয়েছেন মেদিনীপুর বাঁকুড়া জঙ্গল সীমান্ত এলাকায় নাকা চেকিং চলছে। অস্ত্র উদ্ধারের পর চেকিং আর‌ও বাড়ানো হয়েছে। পুলিশ সুপার আর‌ও বলেন শুধুমাত্র অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু কাউকে ধরা যায় নি। মাওবাদী কার্যকলাপের সময়কার ফেলে যাওয়া অস্ত্র না কি এখন কেউ এনেছে খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গল মহলে ভোটের মরশুমে আবার মাওবাদীদের আশঙ্কা দেখা দিয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।