মৌসুমী চক্রবর্তী, চিন্তন নিউজ, ২৬ এপ্রিল: অসমসাহসী লড়াইয়ে সতেরো বছর ধরে বিলকিস বানোর সাথে ছিলেন তাঁর স্বামী ইয়াকুব। উল্লেখ্য ২০০২ সালে বিলকিস যখন তাঁর পরিবারের সঙ্গে গ্রাম ছেড়ে পালাচ্ছিলেন, পথে তাঁদের সংঘ পরিবারের দুষ্কৃতবাহিনী পথ আটকায় এবং চোখের সামনে নৃশংস ভাবে খুন করা হয় তাঁর ছোট্ট ফুটফুটে মেয়েকে এবং পরিবারের সদস্যদের খুনের সাক্ষী হতে হয় এবং নিজে গণধর্ষণের শিকার হন। এই প্রতিবেদন লেখার আটচল্লিশ ঘন্টা আগে ২০০২ সালের গুজরাট দাঙ্গার শিকার বিলকিস বানোকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতি পূরণ, সরকারি চাকরি এবং একটি বাসস্থান দেওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। লড়াইয়ে হার না মানার জেদের ফলেই এই জয় সম্ভব হয়েছে। রায় জানার পরে বিলকিস বানোর প্রতিক্রিয়া “আমি প্রতিহিংসা চাই নি। আদালতের কাছে শুধুমাত্র ন্যয় বিচার চেয়েছিলাম। সংবিধান ও নাগরিক হিসেবে আমার অধিকারের উপর ভরসা রেখেছিলাম। সর্বোপরি সুপ্রিম কোর্ট আমার পাশে দাঁড়িয়েছিলো। যা চেয়েছিলাম অবশেষে তা আমি পেয়েছি।” তিনি জানিয়েছেন ক্ষতিপুরণের একটা অংশ তিনি দাঙ্গা-পীড়িতদের কল্যাণে এবং ঘৃণার রাজনীতি ও সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সন্তানদের পড়াশোনার জন্য ব্যয় করতে চান। জানিয়েছেন তাদের মধ্যেই বেঁচে থাকবে আমার মেয়ে সালেহা। এই কথাগুলো বলার সময় তাঁর স্বামী ইয়াকুব পাশেই ছিলেন। প্রসঙ্গত চরম ঘটনা ঘটার সময় তাঁর বয়স ছিল বিশের কোঠায় এখন চল্লিশের কোঠায়।
Related Articles
মাত্র ৩৪ বছরে নিভে গল জীবনদ্বীপ, চলচ্চিত্র শিল্পী সুশান্ত সিং রাজপুত এর
রুদ্র চক্রবর্তী, চিন্তন নিউজ: ১৪ই জুন:-আবার নক্ষত্র পতন ঘটল এই ২০ সালে। চলে গেলেন হিন্দি সিনেমা জগতের উদীয়মান তারকা সুশান্ত সিং রাজপুত। নিজের বাড়ি বন্দ্রায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।মাত্র ৩৪ বছর বয়সেই শেষ হয়ে গেল এক সম্ভবনাময় জীবন। সূত্রের খবর বেশ কয়েকদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন।পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে গেছে।পুলিশের প্রাথমিক অনুমান সুশান্ত […]
ভারতের নতুন নাগরিকত্ব আইনের সংশোধনী নামে বিভাজন।
মাধবী ঘোষ: চিন্তন নিউজ:১১ই ডিসেম্বর:–৬ই ডিসেম্বর ছিল ভারতে বাবরি মসজিদ ভেঙ্গে ফেলার ২৭ তম বার্ষিকী। এর ঠিক দুই দিন পরই দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশটির হাজার ৯৫৫ সালের নাগরিকত্ব আইনের গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী অনুমোদন করে। যে সংশোধনীর মাধ্যমে মুসলমানদের বাদ দিয়ে অন্য প্রধান ধর্মাবলম্বী নাগরিকদের ভারতে নাগরিকত্ব পাওয়া সহজ করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর ৯ই ডিসেম্বর […]
বায়ু দূষণে প্রতিবছর দেশে মৃত্যু ১২ লক্ষের
মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ৫ জুন: বায়ু জল যানবাহন ইত্যাদি মিলিয়ে সামগ্রিক দূষণ মানচিত্রে ভারতের স্থান ঠিক কোথায় ? গতবছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম চলাকালীন আন্তর্জাতিক সমীক্ষায় বিশ্বের ১৮০ টি দেশের মধ্যে দূষণ তালিকায় ১৭৭ নম্বরে ঠাঁই পেয়েছিল ভারত। আর ‘স্টেট অফ গ্লোবাল এয়ার ২০১৯’ এর রিপোর্টে জানাচ্ছে, বায়ু দূষণের প্রভাবে প্রতিবছর ভারতে প্রাণহানি ঘটছে ১২ […]