সায়ঙ্ক মন্ডল চিন্তন নিউজ:-২১ শে জুলাই:- কয়লা খনি ,রেলের পর এবার হাত পড়লো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলিতে। দেশে মোট ১২ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার, এর মধ্যে ৭ টি ব্যাঙ্ক বেসরকারি করণ করে দিচ্ছে। এই ব্যাঙ্ক গুলির মধ্যে আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র , পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাঙ্কের বেশির ভাগ শেয়ার বিক্রি করে এগুলিকে বেসরকারি করনের পথে কেন্দ্র সরকার। এর ফলে দেশে মাত্র ৫ টি ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ত থাকবে ।কোরোনা মহামারীতে দেশের অর্থভান্ডার পূরণের নামে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারীকরণের তীব্র প্রতিবাদে বিভিন্ন বিরোধী দল ও সাধারণ মানুষ।
Related Articles
কর্মহীনতায় কেন্দ্র সরকারের দ্বিতীয় দফা হার মানিয়েছে প্রথম দফাকে।
সূপর্ণা রায়: চিন্তন নিউজ:৪ঠা জানুয়ারি:কর্মহীনতায় প্রথমদফাকে হার মানিয়েছে দ্বিতীয়দফা ।বিপুল গরিষ্ঠতা নিয়ে মোদী দ্বিতীয় বারের জন্য সরকার গঠন করেছেন।। নির্বাচনের আগে বড় বড় ভাষনে দেওয়া প্রতিশ্রুতি আজ অতল গহ্বরে।। এদেশের কৃষকদের আয় বাড়েনা, তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি ৬ হাজার টাকা ভাতা দেওয়া সেটাও উধাও।। খাদ্যপণ্যের দাম আকাশছোঁয়া কিন্তু কৃষকরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে।। মোদীর […]
ভয়াবহ অগ্নিকান্ড দিল্লির এইমস-এ
নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৮ আগষ্ট: দিল্লির এইমসে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল। এমার্জেন্সি ওয়ার্ডের কাছে আগুন লাগে আচমকাই। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে। দমকলের মোট ৩৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রাথমিক তদন্ত অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। শনিবার বিকেলে এমার্জেন্সি বিভাগের কাছেই লাগে আগুন। তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় […]
সুকৌশলে পরিকল্পনা করে মানুষকে বোকা বানানোর বাজেট ।
নিজস্ব প্রতিবেদন, দেবু রায়: চিন্তন নিউজ: ০২/০২/২০২৩:- আজ যে কেন্দ্রীয় বাজেট পেস করাহলো , তাতে বলা হচ্ছে যে যারা মধ্যবিত্ত চাকুরী জীবিদের ট্যাক্স এক্সামপ্টেড করার ফলে তারা লাভবান হবে , এটা নিয়েই প্রতিটা মিডিয়া প্রচার করে চলেছে , আচ্ছা আমার প্রশ্ন দেশের মোট ১৪০কোটির মধ্যে কি সবাই ইনকাম ট্যাক্স এর আওতা ভুক্ত, জানেন কি মাত্র […]