দেশ

আগামী সপ্তাহেই আসছে ‘ফেনি’


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৫ এপ্রিল: দেশের উপকূলে ধেয়ে আসছে সাইক্লোন ‘ফেনি’। লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, ১লা মে’র মধ্যে সাইক্লোন আছড়ে পড়বে তামিলনাড়ু উপকূলে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের।
আবহাওয়া দফতরের রিপোর্টে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঝড় ঘনীভূত হবে। এই সাইক্লোনের জেরে তামিলনাড়ু ও শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হবে ঝড়, সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চেন্নাইয়ের রিজিওনাল মেটিরিওলজিক্যাল সেন্টারের ডেপুটি ডিরেক্টর জেনারেল এস বালাচন্দ্রন বলেন, প্রতিবছর এপ্রিল মাসে এই সাইক্লোন তৈরী হয়। এই ঝড়ের ব্যপ্তি কতদূর হবে তা ওপর নির্ভর করছে বৃষ্টিপাতের পরিমাণ। রাজ্যে এর প্রভাব কতটা পড়বে তা এখনই বোঝা যাচ্ছে না।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।