কলমের খোঁচা

আমিই সে! – কৌশিক দাশগুপ্ত


লাঠি, গুলি, বন্দুক!
তোদের যখন রক্ত ঝরে
আমার ভরে সিন্দুক।
বলছে বলুক নিন্দুক।

আমার আছে উর্দিধারী
এক লক্ষ পুলিশ,
লুঠ তরাজের দরাজ মাটি
এই কথাটাই ভুলিস!
কি করে মুখ খুলিস?

আমার হাতে শক্ত লাঠি
আমার বোমা-গুলি,
আজকে তবু শ্বাস নিচ্ছিস
কাল ওড়াবো খুলি।
বেরিয়ে যাবে প্রতিবাদের
গরম গরম বুলি!

আমার আছে রাজ পেয়াদা
মন্ত্রী সান্ত্রী আমলা
আইন ফাইন বোগাস ওসব!
ফালতু যত মামলা!
নিজের মাথা সামলা!
ইচ্ছে হলে আদালতেও
করতে পারি হামলা!

সবার উপর আমিই সত্য,
সত্য আমার বুলি,
না শুনলে তা তোদের ক্ষতি,
বিষয়টা মামুলি,
ফালতু কেন বুক ফুঁড়ে তোর
বেরিয়ে যাবে গুলি?

লাঠি! গুলি! বন্দুক!
বলছে বলুক নিন্দুক,
দিন রাত্তির রক্ত ঝরুক
আমার ভরুক সিন্দুক।
( হাওড়া কোর্টে আইনজীবীদের উপর পুলিশের বর্বর আক্রমণের প্রতিবাদে )


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।