কলমের খোঁচা

বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর প্রয়ান দিবসে চিন্তনের শ্রদ্ধার্ঘ্য।


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৪ ঠা ফেব্রুয়ারি : ২০২১- আজ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যু বার্ষিকী। ১৮৯৪ সালের ১ লা জানুয়ারি কলকাতায় তিনি জন্মগ্রহন করেন। গাণিতিক পদার্থবিজ্ঞান ছিলো তাঁর গবেষণার বিষয়। তিনি এলবার্ট আইনস্টাইনের সাথে যৌথভাবে বোস- আইনস্টাইন পরিসংখ্যা প্রদান করেন যা পদার্থবিজ্ঞানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার। সত্যেন বসু কলকাতা, ঢাকা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত ছিলেন। বাংলায় বিজ্ঞান চর্চার ধারাকে পুষ্ট করার জন্য নিরন্তন চেষ্টা করে গেছেন। তিনি ও মেঘনাথ বসু একসাথে ভারতে আধুনিক থিওরিটিক্যাল ফিজিক্স চর্চার ব্যবস্থা করেন।

সত্যেন্দ্রনাথ বসু স্ট্যাটিসটিকাল মেকানিক্স এবং কোয়ান্টাম স্ট্যাটিসটিকস এর গবেষণার অগ্রগতি ঘটিয়েছিলেন। স্ট্যাটিসটিক্যাল কোয়ান্টাম মেকানিক্স বর্তমানে বোস- আইনস্টাইন পরিসংখ্যান হিসাবে পরিচিত। এর ওপর কাজ করে বহু বিজ্ঞানী নোবেল পুরষ্কার পেয়েছেন। নোবেল জয়ী ব্রিটিশ পদার্থবিজ্ঞানী পল এ এক ডিরেক তাঁর নামে এক প্রাথমিক কণার নামকরণ করেন- বোসন কণা। এক চূড়ান্ত সম্মান। থিওরিটিক্যাল ফিজিক্স এর সাথে সত্যেন বসুর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি পদ্মবিভূষণ ও ফেলো অফ দ্য রয়াল সোসাইটি পুরস্কারে ভূষিত হন। ব্যক্তি জীবনে নিরলস, কর্মঠ, মানব দরদী এই মনিষীর মৃত্যু হয় কলকাতায় ৪ ঠা ফেব্রুয়ারি, ৮০ বছর বয়সে। চিন্তনের পক্ষ থেকে এই শ্রদ্ধেয় বিজ্ঞানীকে জানাই পরম ও বিনম্র শ্রদ্ধা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।