রাজ্য

পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধি ও বাম বিধায়িকার অপমানের প্রতিবাদে মহিলা সমিতির মিছিল


সুদীপ্তা ঘোষ:চিন্তন নিউজ:১৭ই ফেব্রুয়ারি:– মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। রান্নার গ্যাসের দাম এক লাফে সিলিন্ডার প্রতি ১৪৯ টাকা বেড়েছে। এই সারাদেশের সাথে এ রাজ্যেও মানুষের ক্ষোভ বেড়েছে। চারিদিকে আন্দোলন সংগঠিত হচ্ছে।

উল্লেখযোগ্য ঘটনা এবং খুব নিন্দনীয় ঘটনাও ঘটেছে সম্প্রতি এই পশ্চিমবঙ্গে। বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন তৃণমূল বিধায়িকা নার্গিস বেগম ,সিপিআইএম বিধায়িকা জাহানারা খানকে অশালীন ভাষায় আক্রমণ করেন। এই ঘটনায় রাজ্যের বাম মহিলা সংগঠনগুলি আন্দোলনে পথে নামে।

তাই আজ পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির ও বিধানসভায় বামপন্থী বিধায়িকার বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলার মিছিল সংগঠিত হয় আজ জেলা দপ্তর থেকে।পরিশেষে প্রতীকী পথ অবরোধ করে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।