চিন্তন ওয়েব ডেস্ক, লক্ষ্ণৌ,১৭ ই ফেব্রুয়ারি:ম্যাগস্যাসে পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী সন্দীপ পান্ডে গ্রেপ্তার।সিএএ বিরোধী মিছিলে অংশগ্রহনের আগেই গ্রেপ্তার হলেন বিশিষ্ট সমাজসেবী সন্দীপ পান্ডে। উত্তর প্রদেশের পুলিশ লক্ষ্ণৌ থেকে তাঁকে গ্রেপ্তার করে।জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
নিষেধাজ্ঞা ভঙ্গের কারনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।তাঁর বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের ১৫১নং ধারা প্রয়োগ করা হয়েছে। সন্দীপ পান্ডে ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে প্রচার পত্র বিলি করা ও সিএএ বিরোধীতা করার মামলা রজু করা হয়েছে।