লাল্টু ঘোষ:চিন্তন নিউজ:১লা জুন:–লকডাউন চলাকালীন কর্মী সংকোচন চলছে ব্যাপকহারে, বেসরকারি ক্ষেত্রের পাশাপাশি সরকারি ক্ষেত্রেও অস্থায়ী কর্মীদের ওপর নেমে আসছে ছাঁটাইয়ের কোপ। অস্থির সময়ে আমজনতার পাশে থাকার পরিবর্তে অমানবিক আচরণের প্রতিযোগিতায় নেমেছে কেন্দ্র ও রাজ্যের সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে। উপযুক্ত নিরাপত্তা মিলছে না কোথাও।
সি পি আই (এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছে এলাকা জুড়ে। লকডাউনের সময় সুপার সাইক্লোন আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বয়স্ক মানুষের যে কোনো দরকারে হাজির কমরেডরা।
আজ দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির অন্তর্গত বাকসাড়া ৩ শাখার উদ্যোগে দুঃস্থ শতাধিক পরিবারের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সমীর সাহা।