রাজ্য

একদিকে কন্যাশ্রীর ট্যাবলো প্রচারের ঝলকে, অন্যদিকে ফালাকাটায় শিশু কন্যাশ্রীর নৃশংস মৃত্যুতে নির্বিকার সরকার।


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১২ই অক্টোবর:–আজ চারদিন পেরিয়ে গেলেও আশ্চর্য রকম নির্বিকার প্রশাসন। গতকাল যখন বিসর্জনের কার্নিভাল এর আলোতে ভাসছে রেডরোড প্রচার হচ্ছে “”কন্যাশ্রী”” প্রকল্পের তখন কলকাতা থেকে ৬০০ কিলোমিটার দূরে উত্তরবঙ্গের একটি দিনমজুরের ঘরে কান্নার হাহাকার।। এই গরীব পরিবারের একটি ১০ বছর বয়সের মেয়ে রেহাই পায়নি নবমীর রাতে।। একদল হিংস্র পশুর মত দুষ্কৃতকারীরা এই মেয়ে টির উপর পাশবিক অত্যাচার চালায়।। সেই রাতে ওই বাচ্চা মেয়েটা নবমীর আরতি দেখতে গিয়েছিল আর প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরষ্কার পেয়েছিল। বাংলার আর এক কন্যা রক্তাক্ত হ’ল , সরকার নিয়মমাফিক নিস্পৃহতা দেখিয়েছে , মূল অভিযুক্ত এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি, মানুষ সহ্যের সীমা অতিক্রম করতে করতে এবার তাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।।

ফালাকাটা ব্লকের ধনিরামপুর পঞ্চায়েতের সেই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম।। মহম্মদ সেলিমকে দেখে আশেপাশের লোকজন এসে উপস্থিত হয়।।। অসহায় বাচ্চা টার আরো অসহায় মা_বাবা ঝরঝর করে কেঁদে ফেললেন।। তাদের সেলিম আশ্বাস দেন আর বলেন সর্বদা তিনি তাদের পাশে আছেন এবং সবার মতো চান এই দুস্কৃতিকারীদের গ্রেফতারী।। ওই মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্রী ।। তার আরো দু’বোন আর এক ভাই আছে।।

একদিকে চলছে মমতা ব্যানার্জি সরকারের সখের কার্নিভাল, আর একদিকে সঙ্ঘ পরিবার অত্যন্ত পরিকল্পিতভাবে ভাবে মুর্শিদাবাদের ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে অতি বিষাক্ত প্রচার চালিয়ে যাচ্ছে।। আর সুপরিকল্পিতভাবে ভাবে ফালাকাটার ঘটনা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা চলছে।।। এরা গরীব সংখ্যা লঘু পরিবারের সদস্যলড়াই ভীষণ ভাবে কঠিন। কিন্তু এখানে সম্পৃতির পরিবেশমানুষ এককাট্টা হয়ে প্রতিবাদে সামিল হচ্ছে।। সেলিম বলেছেন অবিলম্বে পুলিশ প্রশাসনকে এই ঘটনার কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।