চিন্তন ওয়েব ডেস্ক, হুয়ান,১৭ ই ফেব্রুয়ারি:চিনের উহানে আটকে পড়া ভারতীয় দম্পতির আকুল আবেদন”আমরা আবাসনে আটকে পড়েছি।আবাসনের সবাই চলে গেছে।দয়াকরে আমাদের উদ্ধার করুন।
উহান টেক্সটাইল বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশিষ যাদব ও তাঁর স্ত্রী পি এইচ ডি স্কলার নেহা যাদব ভারতের প্রধানমন্ত্রীর কাছে এই আকুল বার্তা পাঠিয়েছেন। এর আগে ভারতের দূটি এয়ার ইন্ডিয়ার বিমান চিনে বসবাসকারী ভারতীয়দের উদ্ধার করতে গেছিল ।তখন নেহা যাদবের অস্ত্রোপচারের জন্য তারাঁ ফিরে আসতে পারেন নি।
কিন্তু এখন আবাসনে কেও নেই , পানীয় জলের অভাব।তাঁদের অসহায়ের মতো দিন কাটিতে হচ্ছে। তাই তাঁর আবাসনের ব্যালকনি থেকে ভিডিও করে আবেদন জানিয়েছেন। এখন তাদের উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা গ্রহন করেন সেটা দেখার জন্য আটক ভারতীয় দম্পতি ও ভারতবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।