নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৭ই ফেব্রুয়ারি:-“পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে”-একথা বলার অপরাধে ১৬০০সালের ১৭ই ফেব্রুয়ারি সর্বজনসমক্ষে পুড়িয়ে মারা হয়েছিল “জিওদ্রার্নো ব্রুনো”কে,ভূকেন্দ্রিক বিশ্বব্যবস্থা নয় সৌরকেন্দ্রিক বিশ্বব্যবস্থা এই বৈজ্ঞানিক সত্য কে প্রচার করার জন্য ক্রিশ্চান ধর্ম যাজকদের বিচার সভায় জিওর্দানো ব্রুনো কে জীবন্ত পুড়িয়ে মারার আদেশ দেওয়া হয়। ব্রুনোকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়।বিজ্ঞানের সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে ব্রুনোর আত্মহুতির দিনটিকে জ্যোতির্বিজ্ঞান দিবস হিসাবে পালন করার আহ্বান জানাই পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ।

এন আই টি (ডি) বিজ্ঞান সভা’র পক্ষে সন্ধ্যায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে মোমবাতি প্রজ্বলন করে আজকের প্রেক্ষাপটে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

ব্যাণ্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বিদ্যামন্দির গার্লস স্কুলে সকাল আট টায় আলোচনা সভা এবং খেলার ছলে জ্যাতিষ বিজ্ঞান অনুষ্ঠিত হয় ৷অনুষ্ঠানে আলোচনা করেন দেবাশিষ মণ্ডল ৷

আজ জ্যোতির্বিজ্ঞান দিবসে বিজ্ঞান শহীদ জিওর্দানো ব্রুণো-র স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হল আচার্য্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্র ,দুর্গাপুর এর উদ্যোগে বিধাননগরে ।

পঃবঃ বিজ্ঞান মঞ্চ, ঋষি বঙ্কিমচন্দ্র বিঃকেন্দ্রের উদ্যোগে কাঁচরাপাড়া মিউনিসিপ্যাল পলিটেকনিক উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় সেমিনার হলে আজ ১৭ ফেব্রুয়ারী ২০২০ জ্যোতির্বিজ্ঞান দিবসে জিওর্দানো ব্রুনোর মৃত্যুদিনকে স্মরণ করে অনুষ্ঠিত আলোচনা সভায় বললেন ডঃ ব্রজগোপাল দত্ত, আরবিসি কলেজের অধ্যাপক এবং পুনের আন্তঃবিশ্ববিদ্যালয় জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতি-পদার্থবিদ্যা কেন্দ্রের ফেলো।

শুরুতে নবম শ্রেনির ছাত্রীরা ‘আকাশ ভরা সূর্য তারা’ সঙ্গীত পরিবেশন করে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডঃ কবিতা মুখার্জী সভাপতিত্ব করেন। নবম শ্রেণির রঞ্জনা এবং দশম শ্রেণির অনুস্মিতা সংক্ষেপে আজকের তাৎপর্য ব্যাখ্যা করে। ঋষি বঙ্কিমচন্দ্র বিঃকেন্দ্রের সভাপতি সত্যজিৎ বন্দোপাধ্যায় মুখবন্ধ করেন। সঞ্চালনা করেন সমর নাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন অধ্যাপক দুর্জয় রায়, নিবেদিতা ব্যানার্জী, অনিন্দিতা পাঠক সহ বিদ্যালয়ের শিক্ষিকাগণ এবং প্রায় ২০০ ছাত্রী।
*
