রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

আসানসোলে জল সংরক্ষন করছে “বৃষ্টিবাড়ী”


মীরা দাস, চিন্তন নিউজ, ২৮ জুলাই: আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক অভিজিৎ দেবনাথ তৈরী করেছেন এক বৃষ্টিবাড়ী। শহরের রাস্তায় তিনি পোস্টার নিয়ে জল সঞ্চয় কিভাবে করতে হবে তার প্রচার করতে নেমেছিলেন। কিন্তু শহরের মানুষ তেমন উৎসাহ দেখাননি। কিন্তু পলাশডিহা গ্রামের মানুষ উৎসাহ দেখিয়ে এগিয়ে এসেছেন। তিনি নিজের খরচে গ্রামে বৃষ্টির জল সংরক্ষনের জন্য রেন ওয়াটার হারভেস্টিং গড়ে তুলেছেন।

এই গ্রামে বেশীর ভাগ মানুষ পুরনিগমের পানীয় জল পেয়ে থাকেন, কিন্তু জল সংরক্ষন করে রাখবার আধার নেই। কারন বাড়ীর মানুষ সারাদিন মজুরি খাটতে বেরিয়ে যাবার ফলে পানীয় জল ঘরে তুলে রাখতে পারে, কিন্তু ব্যবহার করার অন্য জল সংরক্ষন করতে পারে না; সমস্যাটা এখানেই।

শিক্ষক অভিজিৎ দেবনাথ গ্রামবাসীদের কাছে এই প্রস্তাব দিলে তারা উৎসাহিত হয়ে এগিয়ে আসেন। এখন পলাশডিহা গ্রামে ”বৃষ্টিবাড়ী” প্রকল্পের একটি পাইলট প্রজেক্ট। বৃষ্টি হলে দুটি বড় বড় ড্রাম ভরে ওঠে এবং সেই জল গ্রাম বাসীরা দৈনন্দিন কাজে ব্যবহার করে। আগামী দিনে এই ধরনের আরও বড় প্রকল্প গড়ে তোলার ইচ্ছা আছে বলে জানিয়েছেন অভিজিৎ দেবনাথ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।