দেশ

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৮ জুলাই: চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডি। শনিবার গভীর রাতে হায়দরাবাদে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হায়দরাবাদের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শনিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

দেশের পঞ্চদশ লোকসভার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন তিনি। তেলেঙ্গানার চেভেলা থেকে নির্বাচিত এই সাংসদ দীর্ঘদিনের কংগ্রেসের সদস্য ছিলেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী আই.কে. গুজরালের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার বিভাগ সামলেছেন তিনি। ১৯৯৯- তে ২১ বছর বাদে কংগ্রেসে ফেরেন তিনি। ২০০৪-এ ফের নির্বাচিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হন। ২০০৯-এ আবার চেভেলা কেন্দ্র থেকে জেতেন ও নগোরন্নয়ন মন্ত্রক সামলান তিনি। কিছুদিন পেট্রোলিয়াম মন্ত্রীও হয়েছিলেন। ২০১৪ পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ও আর্থ সায়েন্স মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।