দেশ বিদেশ

ইতিহাস শেষ কথা বলে


রঘুনাথ ভট্টাচার্য, চিন্তন নিউজ, ২৯ জুন: মহারাজা রঞ্জিত সিং উনবিংশ শতাব্দীর প্রথম দিকে প্রায় চল্লিশ বৎসর যাবৎ পাঞ্জাব শাসন করেন। গত বৃহস্পতিবার বর্তমান পাকিস্তানের ঐতিহাসিক লাহোর দূর্গ প্রাঙ্গনে মহারাজার একশত আশি মৃত্যু বার্ষিকী দিবস উপলক্ষে
তাঁর একটি মূর্তি স্থাপিত হয়।

মহারাজার প্রিয় অশ্বের নাম ছিল ‘কাহার বাহার’। সে অশ্বের উপর আরুঢ় মহারাজার মূর্তি
আট ফুট উঁচু। এই অনুপম ভাস্কর্য নির্মাণ করতে সময় লেগেছে আট মাস। ব্রিটিশ যুক্তরাজ্য স্থিত ‘শিখ হেরিটেজ ফাউন্ডেশন’ এর অর্থানুকুল্যে নির্মিত এই মূর্তি লাহোর দূর্গের ‘মাই জিন্দন
হাভেলি’-র শিখ-গ্যালারিতে প্রতিষ্ঠা করা হয়।

এই মহান অনুষ্ঠানে শিখ জনগনের সঙ্গে পাকিস্তানের বহু বরিষ্ঠ আধিকারিক উপস্থিত ছিলেন। বর্তমান অশান্ত অবস্থার পরিপ্রেক্ষিতে এটি একটি দৃষ্টান্তমূলক ঘটনা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।