রাজ্য

পশ্চিমবঙ্গে কি খুনের রাজত্ব চলছে??নিরাপত্তাহীনতায় পশ্চিমবঙ্গবাসী।


চিন্তন নিউজ:নিউজ ডেস্ক:২৯শে জুন:–আজ সকালে প্রকাশ্য দিবালোকে হুগলির ব্যান্ডেল স্টেশনে গুলিবিদ্ধ এক।হুগলির ব্যান্ডেল স্টেশনে গুলিবিদ্ধ তৃণমূল নেতা দিলীপ রামের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় তাকে হুগলি ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হ’লে শ্রীরামপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হ’লে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।সূত্রের খবর তিনি তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। চুচুড়ার তৃণমূল বিধায়কের খুব ঘনিষ্ঠ বলেও জানা যায়।দিলীপ রাম আজ সকালে অফিস যাবেন বলে ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি খরা হয়। মাথায় গুলি লাগে। স্টেশনে ঐ এলাকায় সিসিটিভি না থাকায় কে বা কারা ,কোথায় থেকে গুলি করলো বুঝতে সময় লাগবে ।তবে স্টেশনে ঢোকার মুখে ও রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে।

প্রশ্ন থেকেই যায় বর্তমান তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের এইরকম মৃত্যু হ’লে ,পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?প্রকাশ্য দিবালোকে জনবহুল স্টেশনে মানুষ খুন কি আইন শৃঙ্খলার অবনতি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে না ? দূস্কৃতিরাজ চলছে বলেই মনে করছেন পশ্চিমবঙ্গের মানুষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।