চৈতালী নন্দী : চিন্তন নিউজ: ১১ই ডিসেম্বর:–মানুষের সেবায় নিয়োজিত রেডিও ক্লাব ,জিতে নিলো আন্তর্জাতিক পুরষ্কার।।দীর্ঘদিন ধরে একনাগাড়ে খবর পাঠানো বা খবরের অনুসন্ধানে কাজ করে চলেছে রেডিও ক্লাব।আগে অনেকেই এই রেডিও ক্লাবের কাজকর্মের বিষয়ে ওয়াকিবহাল ছিলো না।কিন্তু পরের পর সাফল্য এই ক্লাবকে মানুষের কাছে পরিচিত করেছে।
মানুষের জন্যে দীর্ঘ ছাব্বিশ বছরের একনিষ্ঠ আন্তরিক ও ভাবে কাজ করে যাওয়ায় স্বীকৃতি পেলো ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব।ভারত তথা বিশ্বে এ্যামেচার রেডিও র জগতে ভারতের হয়ে প্রথম ‘নিউজ মেকার অব দ্য ইয়ার ‘ পুরষ্কার জিতে নিলো উত্তর চব্বিশ পরগনার সোদপুরের রেডিও ক্লাবটি।
কখনও মৎসজীবিদের অবস্থান সম্পর্কে সন্ধান দেওয়া, কখনও গঙ্গাসাগর এর মতো বড় মেলায় গিয়ে নিখোঁজ মানুষকে খুঁজে বার করা আবার যারা সমূদ্রের মৎসজীবিদের প্রকৃতিক দূর্যোগের খবর দেওয়ার কাজে নিরন্তর কাজ করে চলেছে এই রেডিও ক্লাব।বিভিন্ন দূর্যোগ দূর্ঘটনা ও বিপদে আপদে পরিবারের বন্ধু ও প্রিয়জনকে খুঁজে দিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছে এই রেডিও ক্লাব।মানুষের জন্যে তাদের এই মহৎ পরিষেবাকেই স্বীকৃতি দিলো এ্যামেচার রেডিও নিউজ লাইন।
গত ১ ডিসেম্বর নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্য প্রদীপ সাহার হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হয়।ভারতে মোট২৮৫ টি রেডিও ক্লাবের মধ্যে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবই এই বিরল সম্মান অর্জন করলো।ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সভাপতি সুবীর দত্তের কথায়,ভূমিকম্প, বন্যা ঘূর্ণিঝড় ছাড়াও হারানো পরিজন দের খুঁজে বের করার কাজে সাফল্যজনক ভাবে কাজ করছে রেডিও ক্লাব।এই পুরষ্কার তাদেরকে কাজে আরো উৎসাহিত করবে।