দেশ

CAB নামক অসাংবিধানিক বিলটি সাভারকারের হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্ন!!!!


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:১১ই ডিসেম্বর:–অসংবিধানিক’ বিলটি প্রকৃতপক্ষে সাভারকরের চিন্তাপ্রসুত হিন্দু রাষ্ট্র গড়ারই ইঙ্গিত।।
মধ‍্যরাতে পেশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলটি কোনোভাবেই সংবিধানের কোনো অনুচ্ছেদকে আঘাত করেনা বলে দাবী করছিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তিনি আরও বলেন যে কোনো ভাবেই এই বিলটিকে সুপ্রিম কোর্ট আটকাতে পারবেনা।স্বরাষ্ট্রমন্ত্রী যাই বলুন কংগ্রেস, টিআরএস, এসপি ,বিএসপি সহ বাম দলগুলিও
এই বিলটিকে অসাংবিধানিক এবং সংবিধান বিরোধী বলে বিরোধিতা করে। তাঁদের প্রধান অভিযোগ এই বিল
ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ‍্যে ভেদাভেদ তৈরী করছে,যা ভারতীয় সংবিধানের সমানাধিকারের মূল সুরকে আঘাত করছে। বাঙলাদেশ ,পাকিস্তান ,আফগানিস্তান থেকে আসা খ্রিস্টান ,হিন্দু ,শিখ ,বৌদ্ধ, জৈন,পার্শি সবাইকে নাগরিকত্ব দিলেও ভিন্ন মনোভাব পোষণ করা হচ্ছে শুধুমাত্র মুসলিম দের ক্ষেত্রে।অমিত শাহ এর বিরুদ্ধে যুক্তিসঙ্গত শ্রেণী বিভাজনের যুক্তি দেখিয়েছেন।সেখানে তিনি বলছেন হিন্দু ,বৌদ্ধ ,শিখ,জৈন ইত‍্যাদি ধর্মের মানুষ রা নিপীড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।কিন্তু মুসলিম দের ক্ষেত্রে সে যুক্তি খাটেনা।তবে তার দাবী মুসলিম দের নাগরিকত্বের আবেদনে কোনো বাধা নেই।

আজ লোকসভায় এই বিলপেশের সময় ৩৭৫ এর মধ‍্যে ২৯৩ জনই সরকারের স্বপক্ষে ভোট দিয়েছেন।এই বিলের বিরুদ্ধে বিরোধীদের প্রধান অস্ত্র হচ্ছে সংবিধানের ১৪নং অনুচ্ছেদ ,যাতে বলা হয়েছে আইনের চোখে সবাই সমান।এই অধিকার থেকে কউ তাদের বঞ্চিত করতে পারে না।কংগ্রেস এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবার হুশিয়ারি দিয়ে দিয়েছে।তাছাড়া এই বিল খারিজ হয়ে যাবার ব‍্যাপারে ও তারা আশাবাদী।এই বিলের স্বপক্ষে বলতে গিয়ে অমিত শাহ ,ইন্দিরা জামানার রাংলাদেশী নাগরিকদের নাগরিকত্ব দেবার সিদ্ধান্তের প্রসঙ্গ তোলেন।

সিপিআইএম পলিটব‍্যুরোর সদস্য মহম্মদ সেলিমের মতানুসারে এই বিল সাভারকরের’ হিন্দুরাষ্ট্র’স্থাপনের প্রকল্প কে বাস্তবায়িত করার লক্ষ‍্যে একধাপ এগিয়ে যাবে।তিনি এনআরসি ,সিএবি এবংএনআরপিকে একই প্রকল্পের অন্তর্ভুক্ত বলে মনে করেন।রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এনিয়ে মানুষ কে ক্রমাগত বিভ্রান্ত করে চলেছেন।রাজ‍্যে শিল্প ,শিক্ষা প্রতিষ্ঠান এর জন‍্যে জমির অভাব কিন্তু ডিটেনশন ক‍্যাম্প এর জন‍্যে অঢেল জমির বন্দোবস্ত রয়েছে।তিনি বলেন সংবিধান অনুযায়ী ভাষা,বর্ণ,ধর্ম ও জাতিগত ভাবে সবাই সমান।এই বিল সংবিধানের এই মূল ভাবনারই বিরোধী, যা দেশের ঐক্যের জন‍্যে চ‍্যালেঞ্জ।তাঁর মতে এই বিল প্রতিবেশী রাষ্ট্র বাঙলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাবে।কেন্দ্রীয় সরকারের বিপথগামী ও ভ্রান্ত অর্থনৈতিক নীতির ফলে দেশ আজ মহাসংকটের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। তার থেকে নজর ঘোরানোর প্রচেষ্টায় এই বিল আনা হয়েছে।

কিন্তু বামপন্থীরা কখনও লড়াই থেকে সরে দাঁড়ায় না।এর বিরুদ্ধে আন্দোলন চলবেই।স্বাধীনতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আরএসএস এর শ‍্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, দেশভাগ হোক বা না হোক বাঙলা ভাগ করতে হবে।ঐ কাঁটাতারের ক্ষত থেকে বাঁচতে,আর দেশ বাঁচাতে বামেদের লড়াই জারি থাকবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।