স্বাতী শীল:-চিন্তন নিউজ:-১৭ই আগস্ট:-দেশে ক্রমান্বয়ে বর্ধিত করোনা সংক্রমণ ক্রমশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। দৈনিক সংক্রমণ কোনমতেই ৬০ হাজারের নিচে নামছে না । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে পাওয়া রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৯৮৬ জন। সংক্রমনের নিরিখে সমগ্র বিশ্বে এই মুহূর্তে ভারত তৃতীয় স্থানে।এতদিন পর্যন্ত বলা হয়ে এসেছিল যে ভারতের মৃত্যুহার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম । কিন্তু বর্তমান পরিস্থিতিতে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড করার দিকে এগোচ্ছে ভারত। সরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় ভারতে মৃত্যু হয়েছে ৯৫০ জনের।সর্বমোট সংক্রমণ ভারতে প্রায় ২৫লক্ষ ৮৯ হাজার জন।ফলে এই ভয়ঙ্কর সংক্রামক রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৫০০৮৪ জন। তবে পরিসংখ্যানে এও বলছে যে ভারতের বহু সংখ্যক মানুষ করোনার প্রকোপ কাটিয়ে আস্তে আস্তে সুস্থও হয়ে উঠছেন।১৮,৬০৬৭২ জন এখনো পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরে গেছেন । অর্থাৎ ভারতে করোনা থেকে পুনরুদ্ধারের হার বর্তমানে ৭১.৮০%(প্রায়)। যদি সঠিকভাবে চিকিৎসা দেওয়া না যায় তবে এই মৃত্যুর সংখ্যা যে ক্রমশ বৃদ্ধি পাবে তা বলা বাহুল্য। কিন্তু বর্তমানে চিকিৎসাব্যবস্থার যে বেহাল দশা তা ক্রমশ চিন্তা বাড়িয়ে দিচ্ছে।দেশের সংক্রমিত ২৪ টি রাজ্যের মধ্যে যে পাঁচটি রাজ্য সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ অন্যতম। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩০৭৪ জন। এই নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,১৩,৪৩২ জন।
এতদিন পুরো দেশ অধীর আগ্রহে প্রতীক্ষায় ছিল ১৫ই আগস্টে প্রধানমন্ত্রীর ভাষণে ভ্যাকসিন সংক্রান্ত কোনো সঠিক আপডেট পাওয়া যাবে। কিন্তু বাক্ সর্বস্ব প্রধানমন্ত্রী যথারীতি এবারেও কোন আশার বাণী শোনাতে ব্যর্থ হলেন। শুধু জানা গেছে এটুকুই যে আপাতত তিনটি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পর্যায় পরীক্ষা চলছে। বিজ্ঞানী মহল থেকে সবুজ সংকেত এলে তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। তবে সেটি ঠিক কবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এদিকে দেশের এহেন পরিস্থিতিতেও আর এস এস ও কেন্দ্রের বিজেপি সরকারের ড্রিম প্রোজেক্ট রাম মন্দিরের কাজ কিন্তু থেমে নেই। যদিও এরূপ পরিস্থিতিতে রাম মন্দিরের এই ভূমি পূজার সিদ্ধান্ত যে ঠিক কতটা মারাত্মক হতে পারে তার প্রমাণ পূর্বেই পাওয়া গেছে মন্দিরের সেবায়েত ও পূজারীসহ ১৬ জন পুলিশ কর্মচারী র রিপোর্টে করোনা পজিটিভ আসায়। এটাই প্রথম নয়। এর আগে ইসকন এবং তিরুপতি মন্দির এর ক্ষেত্রেও একই ছবি দেখা গেছে। এতকিছুর পরেও শিক্ষা নেবার পরিবর্তে পরিস্থিতি আরো খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্প্রতি জানা গেছে জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুট পাহাড় থেকে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে তীর্থযাত্রা শুরু হতে চলেছে রবিবার থেকে।প্রসঙ্গতঃ করোনাভাইরাস মহামারী রূপ নেবার পর থেকে গত পাঁচ মাস ধরে এই যাত্রা স্থগিত রাখা হয়েছিল। নতুন করে আবার শুরু করা হবে বলে সংবাদসূত্রে জানা গিয়েছে।