মধুমিতা ঘোষ, বিশেষ প্রতিবেদন: চিন্তন নিউজ:২২/০৫/২০২৩:- ” আজ আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানটি সংবাদ শিরোনামে।
দেব চক্রবর্তী এবং সুচেতা সতীশ এর একত্র কন্ঠে ধ্বনিত হলো সেই সুর বাংলা ও আরবী ভাষায়। আরবীতে অনুবাদ ইউ এ ই কবি ডঃ শিহাব ঘনেমের।
১৩২ টি ভাষায় গান করে সুচেতা ইতিমধ্যেই গিনেস বুকে জায়গা করে নিয়েছেন,আর দেব চক্রবর্তী ও তিনি এই রবীন্দ্রগানকে যথার্থ ভাবে পরিবেশন করেছেন যা প্রশংসার দাবি রাখে।