জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ, কৃষ্ণা সরকার, ২২/৫/২৩ –
, বর্ধমান শহর:- “তৃণমূল – বিজেপি দূর করো লুঠতরাজ বন্ধ করো”
জনগণের পঞ্চায়েত গড়ো এই দাবীকে সামনে রেখে সিপিআই (এম) বর্ধমান শহর ২নং এরিয়া কমিটি ভুক্ত কাঞ্চননগর থেকে উদয়পল্লী পর্যন্ত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিতোষ তুড়ি, বক্তব্য রাখেন সঞ্জয় মৃধা (এরিয়া সদস্য)ও জেলা নেতৃত্ব দীপঙ্কর দে। উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জী।

২ রা জুন ছাত্র-যুবদের জেলা পরিষদ অভিযান সফল করতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কালনা ২ আঞ্চলিক কমিটির ডাকে সেনেরডাঙ্গা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।এই সভায় বক্তব্য রাখেন ডি,ওয়াই,এফ,আই, পূর্ব বর্ধমান জেলা কমিটির সহসম্পাদক চন্দন সোম,কালনা ২ আঞ্চলিক কমিটির সম্পাদক গোতম হালদার প্রমুখ । সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কালনা ২ আঞ্চলিক কমিটির সভাপতি পিযুষ চ্যাটার্জী।

আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গলসী-র সাঁকো অঞ্চলের মহিলাদের নিয়ে কর্মী সভা সংঘটিত হয়। গোটা রাজ্যে তৃনমূল ও বিজেপির সরকারের নজিরবিহীন দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন সেখ আতিয়ার রহমান , দেবব্রত দাস ও মহিলা নেত্রী আশালতা মাঝি। সভাপতিত্ব করেন শংকর মাঝি।

. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গণস্বাক্ষর সংগ্রহ ও পথসভা পালিত হয়, সি,আই,টি,ইউ, কালনা ২ সমন্বয় কমিটির উদ্যোগে সাতগাছি অঞ্চলের মদন গোপাল তলায়। সভায় বক্তব্য রাখেন সিটু নেতৃত্ব অরুনাভ চক্রবর্তী, মহম্মদ শা, কৃষক নেতৃত্ব নবকুমার বাগ,যুব নেতৃত্ব পিযুষ চ্যাটার্জী প্রমূখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।